kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

ইসলামী ঐতিহ্যের মাসে কানাডায় মুসলিম নারীদের নানা আয়োজন

অনলাইন ডেস্ক   

১০ অক্টোবর, ২০২১ ১৭:৩৪ | পড়া যাবে ২ মিনিটেইসলামী ঐতিহ্যের মাসে কানাডায় মুসলিম নারীদের নানা আয়োজন

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী ঐতিহ্যের মাস অক্টোবর পালন করেছে কানাডার দ্য কোয়ালিশন অব মুসলিম উইম্যান সংগঠন। অনলাইন ও অফলাইনে শিষ্টাচার, চরিত্র গঠন ও পারিবারিক সম্পর্ক উন্নয়নে অতিথিদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। 

কোয়ালিশন সংগঠনের কোঅর্ডিনেটর মিরফাহ আবিদ বলেন, ‘অক্টোবর মাসে আমরা নিজেদেরকে কানাডিয়ান ও মুসলিম হিসেবে পরিচয় দিতে পারি। অনেকে এসবকে দুটি পৃথক পরিচয় বলে মনে করেন। তবে আমি এটাকে পারষ্পরিক পৃথক পরিচয় বলে মনে করি না। বরং এটা আপনি কে এ পরিচয় প্রকাশের সুবর্ণ সুযোগ।’ 

ইসলামী ঐতিহ্যের এ মাসে কোয়ালিশন সংগঠন বেশ কয়েকটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। কিচেনার পাবলিক লাইব্রেরি ও ওয়াটারলু পাবলিক লাইব্রেরির সঙ্গে অংশদীর হয়ে এর আয়োজন করে। ভার্চুয়াল আলোচনার পাশাপাশি অতিথিদের নিয়ে মধ্যাহ্নভোজন ও শেখার আয়োজন করা হয়। যেখানে পারিবারিক গল্পের পাশাপাশি মুসলিম চরিত্র গঠন ও শিষ্টচার নিয়ে আলাপ করা হবে। 

মিরফাহ আবিদ বলেন, ‘সবকিছুতে প্রতিনিধিত্ব করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ছোট বাচ্চাদের নিজেদের তৈরি করা কারুশিল্প এবং তারা যে সংস্কৃতিতে থাকে তাতে নিজেদের দেখা জরুরি। এটা শুধু মুসলিম শিশুদের জন্য নয়, বরং তাদের সহকর্মীদেরও তাদের দেখা ও বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যেন তারা উপলব্ধি করে যে তারাও এ উৎসব উদযাপনের অংশ।’ 

মুসলিম নারীদের নিয়ে এমন আয়োজন তাদের কমিউনিটির আরো কাছে নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন মিরফাহ আবিদ। তিনি বলেন, ‘ইসলামী ঐতিহ্যের মাসে আমি আশা করব, মানুষ নিজের মুসলিম প্রতিবেশীর সঙ্গে পরিচিত হওয়া ও সে কে তা জানার চেষ্টা করবে। আমাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আমরা সবাই সমান চিন্তার অধিকারী। আমি আশাকরি মানুষ ইসলামী ইতিহাসের মাসে আরো বেশি সংযুক্ত হবে।’ 

সূত্র : সিবিসি নিউজসাতদিনের সেরা