kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

সৌদিতে হিজরি নববর্ষের চাঁদ দেখার প্রস্তুতি

অনলাইন ডেস্ক   

৮ আগস্ট, ২০২১ ১৬:৪০ | পড়া যাবে ১ মিনিটেসৌদিতে হিজরি নববর্ষের চাঁদ দেখার প্রস্তুতি

হিজরি নববর্ষের নতুন দেখার প্রস্তুতি নিয়েছে সৌদি আরব ও আমিরাত। আজ রবিবার (৮ আগস্ট) সন্ধায় নতুন বছরের চাঁদ দেখতে থাকবে দেশ দুটির বিশেষ কমিটি। আরবি পঞ্জিকা হিসেবে আজ সৌদিসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে জিলহজের ২৯তম দিন। 

চান্দ্রমাস হিসেবে মুহাররম হিজরি বর্ষের প্রথম মাস। চান্দ্রমাস হিসেবে প্রত্যেক মাস ২৯ বা ৩০ দিন হতে পারে। তাই আজ সন্ধাবেলা চাঁদ দেখা যাওয়ার সম্ভবনা আছে। আজ নতুন চাঁদ দেখা গেলে ৯ আগস্ট থেকে মুহাররম মাস শুরু হবে। 

এদিকে হিজরি নববর্ষ উপলক্ষে ছুটির ঘোষণা দিয়েছে আমিরাত। আগামী ১২ আগস্ট বৃহস্পতিবার দেশটির সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছুুটির ঘোষণা দেওয়া হয়।
সূত্র : খালিজ টাইমসসাতদিনের সেরা