kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

কাবার ইমামকে কোরআন শোনালেন মসজিদের কর্মচারী (ভিডিও)

অনলাইন ডেস্ক   

১১ জুন, ২০২১ ১৭:০০ | পড়া যাবে ১ মিনিটেকাবার ইমামকে কোরআন শোনালেন মসজিদের কর্মচারী (ভিডিও)

পবত্রি মসজিদুল হারামে প্রায় চার দশক যাবত ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করায় তিনি বিশ্বব্যাপী সমাদৃত। 

একটি ভিডিওতে দেখা যায়, পবিত্র কাবা শরিফের ইমাম শায়খ আল সুদাইসকে তাঁর মতো সুরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মসজিদের একজন কর্মচারী। আল সুদাইসের মতো সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করায় উপস্থিত সবাই মুগ্ধ হন। 

ইলম ফিডের প্রতিবেদন থেকে জানা যায়, ওই লোক মসজিদে নববিতে পড়াশোনা করতে পাকিস্তান থেকে আসেন। নিজের ব্যয় নির্বাহ করতে তিনি মসজিদে ক্লিনার হিসেবে কাজ করেন। 

সূত্র : ইলম ফিডসাতদিনের সেরা