kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

আমিরাতে শবেকদর পালিত

আমিরাত প্রতিনিধি    

৯ মে, ২০২১ ১২:৩৪ | পড়া যাবে ১ মিনিটেআমিরাতে শবেকদর পালিত

সংযুক্ত আরব আমিরাতে হাজার বছরের শ্রেষ্ঠ রজনী পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। গতকাল শনিবার (৮ মে) দিনগত রাতে ধর্মপ্রাণ প্রবাসী মুসল্লিরা মসজিদে, ঘরে এবং বিশেষ স্থানে রাত জেগে তারাবি, কিয়ামুল লাইল ও শবেকদরের ইবাদতে মশগুল ছিলেন।

আমিরাতজুড়ে ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশিরা যথারীতি শবেকদরের বিশেষ নামাজ, ইবাদত, দোয়া-দরুদ পড়ে রাতটি কাটিয়েছেন। তারা করোনানাসহ সকল বালা মসিবত হতে দেশ, জাতি ও প্রবাসীদের জন্য আল্লাহর রহমত কামনা করেছেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদগুলোতে নিয়মিত নামাজসহ, তারাবি, কেয়ামুল লাইল নামাজ হচ্ছে। গতকালও অধিকাংশ মসজিদ রাত ১টা পর্যন্ত খোলা ছিল। মসজিদে প্রত্যেক মুসল্লির নিজস্ব জায়নামাজ, মাস্ক, নিরাপদ দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। এসব তদারকির জন্য আবুধাবিসহ প্রতিটি প্রদেশের মসজিদে মসজিদে প্রশাসনের বিশেষ বাহিনী তৎপর আছে। যারা মাস্ক নাকের নিচে পরেছেন বা আদৌ পরেননি তাদের তাৎক্ষণিক জরিমানাও করা হচ্ছে।সাতদিনের সেরা