kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

ফিলিস্তিনে কাতার মসজিদের উদ্বোধন

অনলাইন ডেস্ক   

৭ মে, ২০২১ ১৯:২২ | পড়া যাবে ১ মিনিটেফিলিস্তিনে কাতার মসজিদের উদ্বোধন

ফিলিস্তিনের পশ্চিম তীরের রাওয়াবি এলাকায় কাতার সরকারের অর্থায়নে নির্মিত ‘কাতার মসজিদ’ চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ আশতায়াহ তা উদ্বোধন করেন।

এ সময় কাতার সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাতার ফান্ড ফর ডেভলপমেন্টের প্রধান খলিফা বিন জাসিম আল কওয়ারি। এছাড়াও জেরুজালেমের মুফতি শায়খ মুহাম্মাদ হুসাইন উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

নতুন এই মসজিদটি পশ্চিম তীরের অন্যতম বৃহত্তম মসজিদ। ৮ হাজার স্কয়ার ফুটের পাঁচ তলা বিশিষ্ট মসজিদে তিন হাজারের বেশি মুসল্লি নিয়মিত নামাজ আদায় করতে পারবেন। মসজিদ নির্মাণে ইসলামী স্থাপত্য রীতি অনুসরণ করা হয়। পবিত্র কোরআনের আয়াত সম্বলিত কারুকার্য মসজিদের দেওয়ালে অঙ্কন করা হয়। 

সূত্র : গালফ টাইমসসাতদিনের সেরা