kalerkantho

সোমবার । ৭ আষাঢ় ১৪২৮। ২১ জুন ২০২১। ৯ জিলকদ ১৪৪২

মসজিদে হারামে অডিও স্টুডিও উদ্বোধন করেন কাবার ইমাম

অনলাইন ডেস্ক   

৬ মে, ২০২১ ১৮:৩১ | পড়া যাবে ১ মিনিটেমসজিদে হারামে অডিও স্টুডিও উদ্বোধন করেন কাবার ইমাম

মসজিদুল হারামে অডিও স্টুডিও উদ্বোধন করছেন কাবার ইমাম শায়খ আবদুর রহমান আল সুদাইস।

সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববি দুই পবিত্র মসজিদের জন্য নতুন অডিও স্টুডিও চালু হয়েছে। মসজিদুল হারামের ইমাম ও দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস তা উদ্বোধন করেন। 

শায়খ আল সুদাইস অডিও স্টুডিওতে প্রথম রেকর্ড হিসেবে সুরা ফাতেহা তেলাওয়াত করেন। বিশ্বের মুসলিমরা তাঁর সুরলিত কণ্ঠের তেলাওয়াত মুগ্ধ হয়ে শ্রবণ করেন। 

শায়খ আল সুদাইস ১৪০৪ হিজরি/১৯৮৪ সাল থেকে মসজিদুল হারামের খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে তিনি মসজিদের প্রধান ইমাম ও খতিব নিযুক্ত হোন। ২০১২ সালে তিনি পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হোন। 

উল্লেখ্য, মসজিদুল হারামে প্রায় ১৩ জন ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। আর মসজিদে নববিতেও প্রায় ১৪ জন ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। দৈনন্দিন নামাজে তাঁদের তেলাওয়াত রেকর্ড রাখা হয়। সাতদিনের সেরা