kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন সৌদি বাদশাহ

অনলাইন ডেস্ক   

১৩ এপ্রিল, ২০২১ ১৩:১২ | পড়া যাবে ১ মিনিটেপবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন সৌদি বাদশাহ

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মুহাম্মদ বিন সালমান।

এক বিবৃতিতে সৌদি বাদশাহ মহান আল্লাহর কাছে সবার ভালো কাজ ও ইবাদত কবুল করার প্রার্থনা করেন। এছাড়াও মুসলিম বিশ্বের অগ্রগতি ও উন্নতি কামনা করেন তিনি। 

এদিকে মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দও সৌদি বাদশাহকে পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আরব ও উপসাগরী দেশের রাষ্ট্রপ্রধানরা সৌদি বাদশাহর সঙ্গে বিশেষ ফোনালাপে শুভেচ্ছা বিনিময় করেন।

ওমানের সুলতান হাইতাম বিন তারিক, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, আবুধাবির যুবরাজ শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি  সৌদি বাদশাহর সঙ্গে ফোনালাপ করেন। 

সূত্র : সৌদি গেজেটসাতদিনের সেরা