kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

করোনা টিকার অপপ্রচাররোধে ব্রিটেনের মুসলিম সংগঠনের উদ্যোগ

অনলাইন ডেস্ক   

১৬ মার্চ, ২০২১ ১৬:১০ | পড়া যাবে ২ মিনিটেকরোনা টিকার অপপ্রচাররোধে ব্রিটেনের মুসলিম সংগঠনের উদ্যোগ

করোনা টিকা বিষয়ক অপপ্রচাররোধে যুক্তরাাজ্যের দুটি মুসলিম সংগঠন নিজেদের কার্যক্রম শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপের সাহায্যে সবাইকে টিকা বিষয়ক ভুল তথ্য সতর্ক করতে নানা উদ্যোগ নেয়।

যুক্তরাজ্যের বৃহত্তরম মুসলিম সংগঠন দ্য মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) ও দ্য ব্রিটিশ ইসলামিক মেডিকেল এসোসিয়েশন (বিআইএমএ) করোনা টিকা বিষয়ক প্রচারিত ভুল তথ্য প্রতিরোধে উদ্যোগ পরিচালনা করছে। 

এমসিবি-এর উপ-মহাসচিব ও বিআইএমএ-এর সহসভাপতি ডা. ওয়াজদ আখতার বলেন, ‘গত বছর ভুল তথ্যের এক যুদ্ধ তৈরি হয়েছিল। যে কেউ নিজের উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করতে পারে। কিন্তু আমাদের দেখা করোনা বিষয়ক অনেক কিছু ভুল তথ্য হিসেবে গণ্য হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ হলো এর অবাধ বিচরণক্ষেত্র।’

করোনা বিষয়ক ভুল তথ্য প্রচাররোধে এমসিবি-এর ভূমিকায় অনেক ব্রিটিশ মুসলিমের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। এর আগে ব্রিটিশ সরকারের পরিসংখ্যান মতে যুক্তরাজ্যের অন্যান্যদের তুলনায় অনেক সংখ্যালঘু গোষ্ঠী করোনা টিকা গ্রহণে অনীহার প্রকাশ করেছে।

সম্প্রতি করোনা বিষয়ক ভুল তথ্য প্রতিরোধে হোয়াটসঅ্যাপ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য প্রতিষ্ঠানটি ফরওয়ার্ড মেসেজ সীমিত করে দিয়েছে। কারণ ফরওয়ার্ড মেসেজ ভুল তথ্য বিস্তারের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। 

সূত্র : আরব নিউজসাতদিনের সেরা