kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

করোনায় মারা যাওয়া মুসলিমদের

মৃতদেহ দাফনের অনুমোদনে শ্রীলঙ্কা সরকারকে ওআইসির অভিনন্দন

অনলাইন ডেস্ক   

৪ মার্চ, ২০২১ ১৪:০৩ | পড়া যাবে ১ মিনিটেমৃতদেহ দাফনের অনুমোদনে শ্রীলঙ্কা সরকারকে ওআইসির অভিনন্দন

সৌদি ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডাব্লিওএল)-এর অনুরোধে করোনায় মারা যাওয়া মুসলিমদের মরদেহ দাফনে নিষেধাজ্ঞা প্রত্যাহারে শ্রীলঙ্কা সরকার। ইসলামী বিধান মতে মুসলিম মৃতদেহ দাফন শ্রীলঙ্কার সরকারকে অভিনন্দন জানিয়েছে এমডাব্লিওএল মহাসচিব। 

গত বুধবার (৩ মার্চ) মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ড. মুহাম্মাদ বিন আবদুল করিম আল ইসার সঙ্গে ফোনালাপে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দিনেশ গুনাওয়ারদিনা একথা জানিয়েছেন। মুসলিমদের সঙ্গে সুসম্পর্ক গড়া ও এমডাব্লিওএলের সঙ্গে শ্রীলঙ্কার সরকারের সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ভূমিকা পালন করবে বলে জানান। 

এর আগে মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শায়খ মুহাম্মাদ আল ইসা শ্রীলঙ্কা সরকারকে 
মুসলিম মৃতদেহ আগুনে পোড়ানোর বদলে ইসলামী বিধান মতে দাফনের অনুমোদন প্রদানের অনুরোধ জানান। 

এ ছাড়াও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর মহাসচিব ড. ইউসুফ আল উসাইমিন দাফন নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় শ্রীলঙ্কা সরকারকে অভিনন্দন জানিয়েছেন। 

বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাবের পর ওআইসি, এমডাব্লিওএলসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিখার সংস্থা করোনা আক্রান্ত মুসলিমদের মৃতদেহ আগুনে পোড়ানোর বদলে ইসলামী বিধান মতে দাফনের অনুমোদনের অনুরোধ জানিয়েছে। 

সূত্র : আরব নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা