kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

শ্রেষ্ঠ মুসলিম ব্যক্তিত্বের পুরস্কার পেলেন প্রেসিডেন্ট এরদোয়ান

অনলাইন ডেস্ক   

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:২২ | পড়া যাবে ২ মিনিটেশ্রেষ্ঠ মুসলিম ব্যক্তিত্বের পুরস্কার পেলেন প্রেসিডেন্ট এরদোয়ান

বিশ্বের শ্রেষ্ঠ মুসলিম ব্যক্তিত্বের পুরুস্কার পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান।  একাধারে তৃতীয়বারের মতো এ পুরস্কার পেয়েছেন তিনি। গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নাইজেরিয়ার ইসলামবিষয়ক সংবাদপত্র মুসলিম নিউজ নাইজেরিয়া এ সম্মাননা পুরস্কার প্রদান করে। খবর ডেইলি সাবাহর। 

২০২০ সালে করোনা মহামারিতে যখন পুরো বিশ্ব চরম বিপর্যয়ের মুখোমুখী তখন প্রেসিডেন্ট এরদোয়ান নিজের ন্যায্য লক্ষ্য পূরণে স্থির ছিলেন এবং আগের চেয়েও বেশি সাফল্য অর্জন করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক রশিদ আবু বকর।

তিনি আরো জানান, ‘এরদোয়ান কেবল তুরস্কের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন না, বরং তিনি পুরো মুসলিম বিশ্বের একজন অভিবাবকের ভূমিকা পালন করছেন।’ 

আয়া সোফিয়ার মসজিদ হিসেবে চালু হওয়া, আজারবাইজানের কারাবাখা স্বাধীনতায় সহায়তা, করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন দেশে সহায়তা প্রেরণ, ফিলিস্তিন ইস্যুতে অবিচলতা ও ইসলামফোবিয়া প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় প্রেসিডেন্ট এরদোয়ানকে এ পুরস্কার প্রদান করা হয়েছে উল্লেখ করা হয়। 

এছাড়াও তুরস্ক বংশোদ্ভূত ফাইজার টিকার আবিষ্কারক মুসলিম দম্পতি উগার শাহিন ও ওজলেম তুরেসিকে এ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তুরস্ক বংশোদ্ভূত জার্মান ফুটবলার মাসউদ উজিলকে বিশ্বের সর্বাধিক পরিচিত মুসলিমের পুরস্কার দেওয়া হয়। 

সূত্র : ডেইলি সাবাহ 

মন্তব্যসাতদিনের সেরা