kalerkantho

শনিবার । ২৭ চৈত্র ১৪২৭। ১০ এপ্রিল ২০২১। ২৬ শাবান ১৪৪২

তুষারাবৃত তাঁবুতে শরণার্থী শিশুর করুণ সুরে গান (ভিডিও)

অনলাইন ডেস্ক   

২১ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:১১ | পড়া যাবে ২ মিনিটেতুষারাবৃত তাঁবুতে শরণার্থী শিশুর করুণ সুরে গান (ভিডিও)

অন্যবারের চেয়ে পুরোপুরি ভিন্নভাবে এবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তীব্র শৈত্যপ্রবাহ ও তুষারপাত দেখা যায়। বিভিন্ন দেশের মতো এবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইয়েমেন, লেবাননসহ বিভিন্ন দেশের শরণার্থীদের তাঁবুগুলো তুষার ও সাদা বরফে আবৃত হয়ে আছে। বোমা বর্ষণ, গোলাগুলি ও হত্যা-হামলা থেকে রক্ষা পেলেও বাস্তুহারা শরণার্থীদের এবার তীব্র শৈত্যপ্রবাহ পেয়ে বসেছে। প্রবল শৈত্যপ্রবাহ ও বরফে শরণার্থীদের কষ্টে ভরা জীবন আরো দুর্বিষহ হয়ে পড়ে। এমনই কঠিন মুহূর্তে সিরিয়ার এক শরণার্থী শিশু মনের দুঃখে গাইতে শুরু করে নিজের দুঃখ ও ব্যথার গান। 

সিরিয়াভিত্তিক সাংবাদিক হাসান জুনাইদ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শরণার্থী শিশুর করুণ সুরে গাওয়া একটি গানের ভিডিও শেয়ার করলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাদা বরফে আবৃত শরণার্থীদের তাঁবু চত্বরে এক শিশু গান গাইছে। আর তাতে মাথার ওপর বৃষ্টির মতো তুষার পড়ছে। আশপাশের শিশুরা তাঁর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাঁবুর সামনে বরফ সরিয়ে ঘরকে নিরাপদ রাখার চেষ্টায় ব্যস্ত শিশুদের মায়েরা। 

করুণ সুরে শিশুটি গাইতে থাকে , ‘তোমরা আমাকে কাপড়ে আবৃত করো, আমাকে উষ্ণতা দাও। তীব্র শীত থেকে আমাকে রক্ষা করো। আমার স্বর বন্ধ হওয়ার উপক্রম।হয়তো আমার মৃত্যুর সময় এসেছে।’ 

শিশুটি আরো গাইতে থাকে, ‘তোমরা কোথায় আছ? আমার কথা কি তোমরা শুনতে পাও? তোমরা কি আমার অবস্থা দেখছ না? নাকি আমাকে না দেখার ভান করছ? নাকি আমাকে তোমরা সহায়তা করবে না?’ 

নিজের বর্ণনা দিয়ে শিশুটি বলে, ‘আমার দেহ অবশ হয়ে আছে। কাঁদতে কাঁদতে দুচোখ শুকিয়ে গেছে। মন তো আগেই মরে গেছে। আমাকে তোমরা রক্ষা করো। তীব্র শীত থেকে আমাকে রক্ষা করো।...’

মন্তব্যসাতদিনের সেরা