kalerkantho

বুধবার । ১৮ ফাল্গুন ১৪২৭। ৩ মার্চ ২০২১। ১৮ রজব ১৪৪২

শিগগির নারী বিচারক নিয়োগ দেবে সৌদি

অনলাইন ডেস্ক   

১৬ জানুয়ারি, ২০২১ ১৩:৫৮ | পড়া যাবে ২ মিনিটেশিগগির নারী বিচারক নিয়োগ দেবে সৌদি

হিন্দ আল জাহিদ

শিগগির নারী বিচারক নিয়োগ দিতে যাচ্ছে সৌদি আরব। দেশের সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে এবার বিচারক নিয়োগের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। 

গত শুক্রবার (১৫ ডিসেম্বর) সৌদির সমাজ উন্নয়ন ও মানবসম্পদ মন্ত্রণালয়ের নারী ক্ষমতায়ন বিষয়ক উপসচিব হিন্দ আল জাহিদ আল আরাবিয়া টিভির এক সাক্ষাতকারে এ তথ্য জানিয়েছেন।

দেশটির আইন মন্ত্রী ওয়ালিদ আল সামানি ইতোমধ্যে নারীদের আইন বিষয়ক সুযোগ তৈরিতে এক শ জন নারী নোটারিকে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি সৌদি সরকার আইন, শরিআহ, সমাজবিজ্ঞান, প্রশাসন ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ে যোগ্য নারীদের নিয়োগ দিয়েছে।

আল আরাবিয়া টিভিকে আল জাহিদ এক বিবৃতিতে নারীদের ক্ষমতায়নে সৌদি সরকার অঙ্গীকারাবদ্ধ বলে  জানিয়েছেন। সৌদি সরকারের বিভিন্ন বিভাগে নারীদের কম উপস্থিতির বিলম্বে নিয়োগকে দায়ী করেন আল জাহিদ। তিনি বলেন, সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নারীদের অংশগ্রহণ অনেক বেশি। কারণ এই মন্ত্রণালয়ে তাদের আগ থেকেই নিয়োগ দেওয়া হয়েছে।

আল জাহিদ আরো জানান, বর্তমানে শ্রম বাজারে শতকরা ২৫ ভাগ সৌদি নারীদের অংশগ্রহণ আছে। ২০২৫ সালের মধ্যে নারীদের অংশগ্রহণ শতকরা ৩১ ভাগ বৃদ্ধির আশা করা হচ্ছে। 

সূত্র : সৌদি গেজেট

মন্তব্যসাতদিনের সেরা