kalerkantho

রবিবার । ১৫ ফাল্গুন ১৪২৭। ২৮ ফেব্রুয়ারি ২০২১। ১৫ রজব ১৪৪২

পঞ্চাশোর্ধ ফিলিস্তিনি বীরকে আটক করে ইসরায়েল

অনলাইন ডেস্ক   

৯ জানুয়ারি, ২০২১ ১৬:০০ | পড়া যাবে ২ মিনিটেপঞ্চাশোর্ধ ফিলিস্তিনি বীরকে আটক করে ইসরায়েল

ইসরায়েলি দখলদার সেনাদের বিরুদ্ধে সাইদ আরমা

ইসরায়েলের দখলদার সেনাদের বিরুদ্ধে পাথর নিক্ষেপ দিয়ে লড়াই করা পঞ্চাশোর্ধ বীর সাইদ আরমাকে আটক করেছে ইসরায়েল। শুক্রবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে তাকে আটক করা হয়।

তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, ইসরায়েলের দখলদার সেনারা রামাল্লার দিয়ের জারির গ্রামে অবস্থিত আরমার বাড়ি ভেঙে ফেলে এবং তাঁকে আটক করে। 

গত ৪ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে পঞ্চাশোর্ধ প্রবীন সাহসী ফিলিস্তিনির ভিডিও ছড়িয়ে পড়ে। নিজ গ্রাম দেয়ার জারিরে তাঁকে পাথর নিক্ষেপ করে ইসরায়েলি সৈন্যদের প্রতিহত করতে দেখা যায়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাইদ আবুল আবদকে ফিলিস্তিনি তরুণদের পাশে থেকে ইসরায়েলি সেনাদের প্রতিহত করছেন। ইসরায়েলী সেনাদের লক্ষ্য করে অবিরত তিনি ধনুক দিয়ে পাথর নিক্ষেপ করছেন। 

জানুয়ারির শুরু থেকে ইসরায়েলি সেনাদের সঙ্গেি ফিলিস্তিনিদের প্রবল সংঘাত চলতে থাকে। গত ২৩ সেপ্টেম্বর থেকে রামাল্লার দায়ের জারির গ্রামবাসীকে উচ্ছেদ করে তাতে বসতি স্থাপন করার পরিকল্পনা করে ইসরায়েল। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে  ভিডিও প্রকাশের পর সাইদ আরমা আল জাজিরা নেটকে জানান যে অন্যরা পিছু হটলেও ফিলিস্তিন জাতি নিজেদের সাধ্যমতো দখলদার সেনাদের বিরুদ্ধে প্ররিরোধ অব্যাহত রাখবে। ইসরায়েলের দখলদারদের বিরুদ্ধে প্রথম ইন্তেফাদা থেকে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। 

নিজেদের অধিাকার প্রতিষ্ঠায় আরব বিশ্বকে ফিলিস্তিনের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে আবুল আবদ বলেন, ‘আরব বিশ্ব যেন তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের বদলে ফিলিস্তিনকে সার্বভৌম দেশে হিসেবে প্রতিষ্ঠায় সহযোগিতা করে।’ 

সূত্র : আল জাজিরা ও আনাদোলু এজেন্সি

মন্তব্যসাতদিনের সেরা