kalerkantho

সোমবার । ১৬ ফাল্গুন ১৪২৭। ১ মার্চ ২০২১। ১৬ রজব ১৪৪২

স্বাধীন ফিলিস্তিনের শর্তে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করবে সৌদি

অনলাইন ডেস্ক   

৬ ডিসেম্বর, ২০২০ ১৩:০৫ | পড়া যাবে ২ মিনিটেস্বাধীন ফিলিস্তিনের শর্তে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করবে সৌদি

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্তে ইসরায়েলের সঙ্গে পুরোপুরি স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। গতকাল শনিবার (৫ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের ডায়ালগ কনফারেন্সে এ কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

প্রিন্স ফয়সাল বলেন, ‘আমরা ইসরায়েলের সঙ্গে পূর্ণ স্বাভাবিক সম্পর্ক উন্মুক্ত রেখেছি। এবং আমরা মনে করি যে ইসরায়েল নিজেদের আঞ্চলিক অবস্থান ধরে রাখবে। তবে তা নিশ্চিত করতে আগে আমাদেরকে ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র ও বসবাসের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

প্রিন্স ফয়সাল আরো জানান, ‘ফিলিস্তিন-ইসরায়েল আলোচনার টেবিলে ফিরে আসাই মূল চাবিকাঠি। ফিলিস্তিন রাষ্ট্র গঠন আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করবে এবং এদিকেই সবার গুরুত্ব দেওয়া দরকার।’

তিনি আরো জানান, ১৯৮২ সালে সৌদি বাদশাহ ফাহাদ মরক্কোর ফিজ সম্মেলনে ‘পিস ইনিশিয়েটিভ’ পেশ করেন। এরপর ২০০২ সালে সৌদির প্রস্তাবিত আরব পিস ইনিশিয়েটিভ’-এ স্বাধীন ফিলিস্তিন গঠনের পরিবর্তে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের কথা বলা হয়।

মানামা ডায়ালগে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লাতিফ আল জায়ানি বলেন, ‘আব্রাহাম চুক্তি বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা ইসরায়েল ও ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্রিয়াকে সর্বদা সমর্থন করি। উভয় পক্ষকে আমরা আলোচনার টেবিলে বসার আহ্বানা জানাই।’ 

গত ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের হোয়াইট হাউসে ট্রাম্প প্রাশাসনের পৃষ্ঠপোষকতায় ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত ও বাহরাইন। এরপর সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের ঘোষণা দেবে বলে গুঞ্জন শোনা যায়।

সর্বশেষ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে সৌদি সফর ও যুবরাজের সঙ্গে সাক্ষাতের ঘটনার পর গুঞ্জন আরো তীব্র হয়। অবশ্য সৌদি পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর সফরের বিষয়টি অস্বীকার করেন।

সূত্র : গালফ নিউজ ও জেরুজালেম পোস্ট।

মন্তব্যসাতদিনের সেরা