kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

সৌদি আরবে কঠোর হলো নারী নির্যাতনের শাস্তি

অনলাইন ডেস্ক   

২৬ নভেম্বর, ২০২০ ১৬:২২ | পড়া যাবে ১ মিনিটেসৌদি আরবে কঠোর হলো নারী নির্যাতনের শাস্তি

সৌদি আরবে নারী নির্যাতন প্রতিরোধের শাস্তি কঠোর করা হয়েছে। নারী নির্যাতন ও সহিংসতা প্রমাণিত হলে মোটা অঙ্কের জরিমানা ও এক বছরের জেলের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) সৌদি পাবলিক প্রসিকিউটর অফিস জানায়, কারো বিরুদ্ধে শারীরিক ও মানসিকভাবে নারী নির্যাতন প্রমাণিত হলে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল ও এক বছরের জেলের আইন করা হয়।

জাতিসংঘের ঘোষণা মতে প্রতিবছর ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ দিবসে পালিত হয়। এই দিনে নারীর সুরক্ষা নিশ্চিত করে আইন প্রণয়ন করায় প্রতিবছর দিবসটি স্মরণীয় হয়ে থাকবে সৌদি নারীদের জন্য।

সৌদি আরবে হিউম্যান রাইটস কমিশনের (এইচআরসি) সভাপতি ড. আওয়াদ আল আওয়াদ জানান, নারীর প্রতি সহিংসতা দূর করতে আরো কঠোর আইনের পাশাপাশি সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে।

বেশ কয়েক বছর যাবৎ নারীদের অধিকার প্রতিষ্ঠায় সৌদি আরব যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে। নারীদেরকে যানবাহন চালনা, কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার অনুমোদন এবং পুরুষ অভিভাবকের অনুমতি না নিয়ে ভ্রমণের সুযোগ দেওয়া হয়।

সূত্র : গালফ নিউজ। 

মন্তব্যসাতদিনের সেরা