নেদারল্যান্ডের বিশ্ববিখ্যাত সাবেক টায়সন বক্সার তারকা রুবি জেসিয়া মিসু ইসলাম গ্রহণ করেছেন।
গত সোমবার (১৬ নভেম্বর) নেদারল্যান্ডের একটি মসজিদে ইসলাম গ্রহণ করে নিজের আবেগ-উচ্ছ্বাস প্রকাশ করেন রুবি জেসিয়া।
ইনস্ট্রাগ্রামের নিজের ইসলামগ্রহণের কথা জানিয়ে সাবেক ডাচ বক্সার তারকা বলেন, ‘কয়েক বছর অনুশীলনের পর আমি অত্যন্ত গর্বিত যে শেষ পর্যন্ত আমি ইসলাম গ্রহণ করেছি।’
তিনি আরো বলেন, ‘আমি আরো আগেই কালেমা শাহাদাহ পাঠ করেছি। কিন্তু আজ মসজিদে সবার সম্মুখে আমি ফের শাহাদাহ পাঠ করি। আল্লাহ যা চান তাই হয়। এবং আমি তা পাঠ করে খুবই আনন্দিত।’
ডাচ বক্সারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, একটি মসজিদের ভেতর তিনি হিজাব পরিধান করে আছেন। সেকানে শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন।
এদিকে সাবেক বক্সার তারকার ইসলাম গ্রহণের সংবাদটি অন্যান্য বিশ্বের অন্যান্য তারকারাও শেয়ার করে। আফ্রিকান বক্সার তারকা হাদি সুলাইমানি রুবির ইসলামগ্রহণের সংবাদটি শেয়ার দেন।
ফেসবুক পোস্টে সুলাইমানি লিখেন, ‘নেদারল্যান্ডের একটি মসজিদে সাবেক ডাচ টাইসন তারকা রুবি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবর। তিনি যাকে ইচ্ছে তাকে সুপথ প্রদর্শন করেন। আল্লাহ তাঁকে নিরাপদ রাখুন এবং তাঁর কাজ কবুল করুন।’
সূত্র : আল জাজিরা
Netherlands former born again Christian Kick boxing tyson lady...ruby jesiah mesu yesterday Accept Islam at netherlands masjid Allah guide whom he will through islam pic.twitter.com/Jj5DPyTtvS
— The Touch Of Islam Around The (@touch_around) November 17, 2020
মন্তব্য