kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

ফ্রান্সে গির্জায় হামলার প্রতিবাদে সাদ হারিরি

সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই : লেবানন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   

৩০ অক্টোবর, ২০২০ ১৫:২১ | পড়া যাবে ১ মিনিটেসন্ত্রাসীদের কোনো ধর্ম নেই : লেবানন প্রধানমন্ত্রী

লেবাননের প্রধানমন্ত্রী  সাদ হারিরি ফ্রান্সের নিস শহরে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, ‘সন্ত্রাসের কোনো ধর্ম নেই।’ এছাড়া মুসলিমদের এমন ঘৃণ্য কর্ম পরিত্যাগের আহ্বান করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোব) ফ্রান্সের উপকূলীয় নিস শহরের নটরডেম গির্জায় এক তরুণ ছুরিকাঘাতে তিনজনকে হত্যা করে। তিউনিসিয়ান বংশোদ্ভূত ব্রাহিম আউসাউই নামের ২১ বছর বয়সী তরুণ সন্দেহভাজন হামলকারী হিসেবে সনাক্ত হয় এবং আহত অবস্থায় তাকে আটক করা হয়।

হামল ঘটনার নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় হারিরি বলেন, ‘এমন ঘৃণ্য কাজের সঙ্গে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। মহানবী মুহাম্মাদ (সা.)-এর ভালোবাসা, মানবতা ও মূল্যাবোধের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই।’

ফ্রান্সের নিস শহরে নটরডেম গির্জায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ। সৌদি আরব, মিশর, বারাইন, কাতার, আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েসিয়াসহ বিশ্বের মুসলিম সংগঠনগুলো নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানায়।

সূত্র : আল জাজিরা

মন্তব্যসাতদিনের সেরা