kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

ইসরায়েল কর্তৃক পশ্চিম তীর দখল সাময়িক স্থগিত : মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২০ ১০:৩৩ | পড়া যাবে ১ মিনিটেইসরায়েল কর্তৃক পশ্চিম তীর দখল সাময়িক স্থগিত : মার্কিন রাষ্ট্রদূত

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড ফ্রেডম্যান

ইসরায়েলে কর্তৃক ফিলিস্তিনের পশ্চিম তীরের ভূমি সংযুক্তির প্রকল্প সাময়িকভাবে স্থগিত, তবে তা পুরোপুরি বাতিল করা হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড ফ্রেডম্যান।

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইসরায়েল টুডে-কে একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ফ্রেডম্যান। তিনি জানান, ‘ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের শান্তি চুক্তি ইসরায়েলের সহযোগিতায় ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতির সবচেয়ে বড় সাফল্য।’

যুক্তরাষ্ট্র, আরব আমিরাত ও বাহরাইনের যৌথ বিবৃতি নিয়ে ফ্রেডম্যান জানান, ইসরায়েল সংযুক্তির বিষয়টি ‘স্থগিত’ বলে উল্লেখ করে। তা বাতিল বা প্রত্যাহার বলে উল্লেখ করেনি।

এদিকে ইসরায়েলের সঙ্গে নতুন আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে ফ্রেডম্যান বলেন, ‘আমি কোনো দেশ সম্পর্কে আগ বাড়িয়ে কিছু বলতে চাই না। নিজের সময় ও পরিস্থিতি মতে সবাই সিদ্ধান্ত নেবে।’ তবে আরব লিগের কয়েক সদস্য রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করবে জানান তিনি।

সূত্র : আল জাজিরা

মন্তব্যসাতদিনের সেরা