kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

দ্বিতীয় নারী রাষ্ট্রদূত নিয়োগ করল সৌদি আরব

অনলাইন ডেস্ক   

২২ অক্টোবর, ২০২০ ১৫:৪৪ | পড়া যাবে ২ মিনিটেদ্বিতীয় নারী রাষ্ট্রদূত নিয়োগ করল সৌদি আরব

সৌদি রাষ্ট্রদূত আমাল বিনতে ইয়াহইয়া আল মুয়াল্লিমি

সৌদি আরবের দ্বিতীয় নারী রাষ্ট্রদূত হিসেবে নরওয়েতে নিয়োগ পেয়েছেন আমাল বিনতে ইয়াহইয়া আল মুয়াল্লিমি।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মাদের উপস্থিতিতে এক ভার্চুয়াল সভায় আমাল আল মুয়াল্লিমি শপথ গ্রহণ করেন। নরওয়েতে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান তিনি।

এর আগে কূটনৈতিক ক্ষেত্রে সৌদি পুরুষরাই একমাত্র রাষ্ট্রদূত হিসেবে কাজ করতেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রিন্স রিমা বিনতে বান্দার সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত হন। এরপর কূটনৈতিকি ক্ষেত্রে সৌদি নারীদের অগ্রযাত্রা শুরু হয়।

কূটনৈতিক পেশায় আসার আসার আগে দীর্ঘ ২৩ বছর শিক্ষাবিদ হিসেবে কাজ করেন আল মুয়াল্লিমি। শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ, ও সমাজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করেন তিনি। গত বছর থেকে সৌদির মানবাধিকার কমিশনের মহাপরিচালক হিসেবে আছেন। এর আগে কিং আবদুল আজিজ সেন্টার ফর ন্যাশনাল ডায়ালগ-এর উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

আমাল আল মুয়াল্লিমি নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত সৌদির স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল মুয়াল্লিমির বোন। সৌদির জননিরাপত্তা বিভাগের সহকারি পরিচালক, আরব লিগ অ্যাকাডেমির সদস্য ও খ্যাতিমান লেখক লেফটেন্যান্ট জেনারেল ইয়াহইয়া আল মুয়াল্লিমি।

সৌদির প্রিন্সেস নুরা বিনতে আবদুর রহমান ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেন। একই সঙ্গে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ফ্যালো হিসেবে কাজ করেন। অতঃপর যুক্তরাষ্টের ডেনভার বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সূত্র : সৌদি গেজেট

মন্তব্যসাতদিনের সেরা