kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

ফি ছাড়া করোনা পরীক্ষা করাবে আমিরাতের ইমাম ও পুরোহিতরা

অনলাইন ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৩৭ | পড়া যাবে ১ মিনিটেফি ছাড়া করোনা পরীক্ষা করাবে আমিরাতের ইমাম ও পুরোহিতরা

সংযুক্ত আরব আমিরাতের মুসলিম ইমাম ও অন্যান্য ধর্মাবলম্বীদের পুরোহিতদের জন্য ফি ছাড়া করোনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরব আমিরাতের সমাজ উন্নয়ন বিভাগ ও আবুধাবির কোভিড-১৯ মহামারি মোকাবেলা কমিটি এক যৌথ বিবৃতিতে তা বলা হয়। আমিরাতের বার্তা সংস্থা ডব্লিওএএম এ খবর নিশ্চিত করে।

বিবৃতিতে মসজিদের ইমামসহ সরকার অনুমোদিত অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে নিযুক্ত পুরোহিতদের জন্য বিনা ফিতে করোনা পরীক্ষার করার কথা বলা হয়।

করোনা মহামারিরোধে আরব আমিরাতের মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলো দীর্ঘদিন বন্ধ থাকে। স্বাস্থ্যবিধি মেনে মসজিদ, গির্জা ও মন্দিরসহ অন্যান্য ধর্মীয় স্থাপনাগুলোতে স্বাভাবিক অবস্থার ৩০ ভাগ উপস্থিতি থাকবে।

করোনাকালে উপাসনালয়ের জন্য জরুরি স্বাস্থ্যবিধি প্রকাশ করে আরব আমিরাতের সমাজ উন্নয়ন বিভাগ। মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে উপস্থিত ব্যক্তিবর্গ ও অন্যান্য কর্মচারিদের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণসহ স্বাস্থ্য সুরক্ষায় নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়।

সূত্র : আল আরাবিয়া

মন্তব্যসাতদিনের সেরা