kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

কাবার মসজিদের আদলে হতে পারে অযোধ্যার মসজিদ

অনলাইন ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫৬ | পড়া যাবে ২ মিনিটেকাবার মসজিদের আদলে হতে পারে অযোধ্যার মসজিদ

বাবরি মসজিদের বদলে ধন্নিপুরের পরিকল্পনাধীন মসজিদটি মক্কার পবিত্র কাবা মসজিদের আদলে হতে পারে বলে জানা যায়।

গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমকে  পরিকল্পনাধীন মসজিদ নিয়ে স্থপতি এস এম আখতার জানান, ‘মক্কার বিখ্যাত কাবা মসজিদের আদলে তৈরি হতে পারে এই মসজিদ।’

ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের (আইআইসিএফ) সম্পাদক ও মুখপাত্র আতহার হুসেন ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘১৫ হাজার বর্গফুট জায়গা নিয়ে মসজিদটি তৈরি হবে। বাবরি মসজিদের আয়তনও এমনটাই ছিল। তবে বাবরি মসজিদ থেকে একেবারে ভিন্ন আদলে হবে মসজিদটি।’ 

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, ‘এখনো বিষয়টি আলোচনার মধ্যে আছে। কাবা মসজিদে যেমন কোনো গোল মাথা বা গম্বুজ নেই, তেমনি হতে পারে অযোধ্যার মসজিদটিও। এ বিষয়ে স্থপতিবিদকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মসজিদটি বাবরের নামে হবে না। এমনকি অন্য কোনো রাজা-মহারাজার নামেও হবে না। আমি ব্যক্তিগতভাবে চাই, একে ধন্নিপুরের মসজিদ বলেই চিনুক সবাই। ইতিমধ্যে ট্রাস্টের পক্ষ থেকে একটি অনলাইন পোর্টালও খোলা হয়েছে। এর মাধ্যমে মসজিদ ও মিউজিয়ামের জন্য যে কেউ অর্থ দান করতে পারবে। তবে তা এখনো পুরোপুরি চালু হয়নি। আশা করি, খুব শিগগির চালু হবে।’

অযোধ্যার বাবরি মসজিদের বদলে সেখানে নির্মাণাধীন রামমন্দির থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ধন্নিপুর গ্রামে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দেয় ভারতের সর্বোচ্চ আদালত। মসজিদ নির্মাণকাজ পরিচালনার জন্য ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট গঠন করে উত্তর প্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। এর পর থেকে ধন্নিপুরের চাষের জমিতে ১৫ হাজার বর্গফুটের একটি মসজিদ তৈরির পরিকল্পনা শুরু হয়। 

মন্তব্যসাতদিনের সেরা