kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে আরো ৫ দেশ

অনলাইন ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৪ | পড়া যাবে ১ মিনিটেইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে আরো ৫ দেশ

মধ্যপ্রাচ্যের আরব আমিরাত ও বাহরাইনের পর আরো পাঁচটি দেশ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করতে যাচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডওজ গণমাধ্যমকে একথা জানান।

ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের সম্পক স্বাভাবিকীকরণের কথা প্রসঙ্গে তিনি জানান, তেলআবিবের সঙ্গে আরো পাঁচটি দেশ স্বাভাবিক সম্পর্ক করতে যাচ্ছে।

মিডওজ বলেন, ইসরায়েলের সঙ্গে পুরোপুরি সম্পর্ক করা পাঁচটি দেশের তিনটি মধ্যপ্রাচের আর বাকি দুটি অন্য অঞ্চলের। তবে দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি।

মিডওজ আরো জানান, আগামী মঙ্গলবারে অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে যাবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ওয়াশিংটনের হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলে সঙ্গে সম্পর্ক চুক্তিতে স্বাক্ষর করে আরব আমিরাত ও বাহরাইন।

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্যসাতদিনের সেরা