kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

অযোধ্যায় মসজিদ নির্মাণে সুন্নি ওয়াক্ফ বোর্ডের প্রস্তুতি

অনলাইন ডেস্ক   

১৩ আগস্ট, ২০২০ ১১:৫৬ | পড়া যাবে ১ মিনিটেঅযোধ্যায় মসজিদ নির্মাণে সুন্নি ওয়াক্ফ বোর্ডের প্রস্তুতি

ভারতের অযোধ্যায় সরকার প্রদত্ত জমিতে মসজিদ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সুন্নি ওয়াক্ফ বোর্ড। ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের বিকল্প হিসেবে এই মসজিদ নির্মাণ করা হবে।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দেশটির সরকার সুন্নি ওয়াক্ফ বোর্ডকে এই জমি প্রদান করে। মসজিদ নির্মাণের লক্ষ্যে ওয়াক্ফ বোর্ড কর্তৃক গঠিত ‘দি ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন’ প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছে।

ফাউন্ডেশন সেক্রেটারি আতহার হুসাইন বলেন, ‘ট্রাস্ট প্রাথমিকভাবে পৃথক দুটি ব্যাংকে দুটি অ্যাকাউন্ট এবং একটি ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত নিয়েছে। যেন প্রয়োজনীয় তহবিল গঠন করা যায়। হিন্দু ধর্মাবলম্বীদেরও অনুদান গ্রহণ করা হবে। অনুদান দিতে আগ্রহী এমন অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে।’ সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানের জন্য একজন ‘অর্থ কর্মকর্তা’ নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানান।

আতহার হুসাইন স্থানীয় গণমাধ্যমকে জানান, সরকার প্রদত্ত পাঁচ একর জমিতে একটি মসজিদ, একটি হাসপাতাল, একটি কমিউনিটি কিচেন এবং একটি পাঠাগার প্রতিষ্ঠা করা হবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্যসাতদিনের সেরা