kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

মার্কিন স্কুলগুলোতে ইসলাম সম্পর্কে জানার আরো বেশি সুযোগ থাকা উচিত : বাইডেন

অনলাইন ডেস্ক   

২১ জুলাই, ২০২০ ১৭:১৭ | পড়া যাবে ২ মিনিটেমার্কিন স্কুলগুলোতে ইসলাম সম্পর্কে জানার আরো বেশি সুযোগ থাকা উচিত : বাইডেন

ডেমোক্র্যাটিক পার্টি মনোনীত প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন আমেরিকান স্কুলগুলোতে ইসলাম ধর্মের উপর আরো বেশি পাঠদান করা উচিত।  সোমবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের মুসলিমদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ইমগেজ অ্যাকশন আয়োজিত ‘মিলিয়ন মুসলিম ভোটস সামিট’ শীর্ষক মুসলিম ভোটারদের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে এ কথা বলেন বাইডেন।

অনুষ্ঠানে বাইডেন আরো বলেন, আমাদের স্কুলগুলোতে আমরা ইসলাম সম্পর্কে আরো জানার আশা করি। আমরা আশা করি, বড় বড় ধর্ম সম্পর্কে আমরা অনেক জানব।

বিজ্ঞাপন

আর ইসলাম সর্ববৃহৎ ধর্মগুলোর একটি। অনেকে জানে না যে ধর্মধত্ত্ব আমার প্রিয় একটি বিষয়। অভিন্ন একটি মূল থেকে আমাদের সবার আগমন। আমাদের সবার মৌলিক বিশ্বাস এক। প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ায় আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার পর প্রথম দিনেই সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেন। বাইডেন এ নিষেধাজ্ঞা তুলে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অনাকাঙ্ক্ষিত ইসলামফোবিয়া বৃদ্ধি পাওয়ার জন্য হোয়াইট হাউসে বর্তমানে বসবাসকারীকে দায়ী করে তাঁর সমালোচনা করেন তিনি।

সিরিয়া, ইয়েমেন, গাজার মানবিক অধিকার আদায়ে তিনি কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তা ছাড়া তিনি মুসলিম বিশ্বের দুর্যোগপূর্ণ অঞ্চলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আমেরিকার মুসলিমদের বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম পলিটিক্যাল অ্যাকশন কমিটির অংশবিশেষ হিসেবে কাজ করে ইমগেজ অ্যাকশন। গতকালের আয়োজিত শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অন্যান্য মুসলিম রাজনীতিকের সঙ্গে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকেও আমন্ত্রণ জানানো হয়।

সূত্র : ডেইলি কলার।সাতদিনের সেরা