kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

বসোনিয়া গণহত্যার ২৫ তম স্মরণসভায় সৌদি আরবের অংশগ্রহণ

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুলাই, ২০২০ ১৬:৫০ | পড়া যাবে ১ মিনিটেবসোনিয়া গণহত্যার ২৫ তম স্মরণসভায় সৌদি আরবের অংশগ্রহণ

বসোনিয়ার স্রেব্রেনিকায় সংঘটিত মুসলিম গণহত্যার ২৫ তম স্মরণসভায় অংশগ্রহণ করেছে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

সৌদি আরবের বাদশা সালমান ও প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বসোনিয়া ও হার্জেগোভিনা মন্ত্রীপরিষদের প্রধান সেফিক ডিজাফেরোভিচ ও জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসকে বিশেষ শুভেচ্ছা জানান।

ভিডিও স্মরণসভায় তিনি বলেন, সৌদি সরকার সব সময় মানবতার সেবায় নিয়োজিত আছেন। মানবতার সেবা করা সৌদিআরবে নৈতিকত দায়িত্ব। তিনি আরো বলেন, বসোনিয়া ও হার্জেগোভিনার পাশে সৌদি সরকারের সহায়তা অব্যাহত আছে। উভয় দেশের সুসম্পর্ক বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ১১ জুলাই বসোনিয়ার সার্ব সেনাবাহিনী রাতকো ম্লাদিচের নেতৃত্বে স্রেব্রেনিকায় ৮ হাজারের বেশি মুসলিম পুরুষকে হত্যা করে। হত্যাযজ্ঞে নিহতদের অনেককে এখনও বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া যায়। তাদের মৃতদেহ পটোকারি এলাকার শহীদদের কবরস্থানে দাফন করা হয়।

সূত্র : আরবনিউজ

মন্তব্যসাতদিনের সেরা