kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

অমর বাণী

১৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসংসারে সেরা লোকেরাই কুড়ে এবং বেকার লোকেরাই ধন্য। উভয়ের সম্মিলন হলেই মণিকাঞ্চন যোগ। এই কুড়ে-বেকারের মিলনের জন্যই তো সন্ধ্যাবেলার সৃষ্টি হয়েছে। যোগীদের জন্য সকালবেলা, রোগীদের জন্য রাত, কাজের লোকদের জন্য ১০টা-৪টা। 

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনো বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকাহ ও হাদিস চষে।   

—কাজী নজরুল ইসলাম

 

জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না।

—ডেল কার্নেগি

 

তুমি একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত চিনতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তার কথা ঠিকমতো বুঝতে পারছ।    

—বেকন

 

যুক্তির সঙ্গে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই।   

—শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

 

আমি ওয়েটারের কাছে জানতে চেয়েছিলাম, ‘গ্লাসের এই দুধ কি টাটকা?’ তার জবাব ছিল, ‘জি, তিন ঘণ্টা আগে এই দুধ ঘাস ছিল।’  

—ফিলিস ডিলার

 

যখন কোনো পুরুষ তার স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলে দেয়, তখন বুঝতে হবে হয় গাড়িটি নতুন, নয়তো তার স্ত্রী।    

—প্রিন্স ফিলিপ

 

নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।

—জ্যাক দেলিল

 

প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব।

—এমারসন

 

বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণ রক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেল, সে একটি গুপ্তধন পেল।    

—নিটসে

 

যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায়, সে তার খোদাকেও ঠকাতে পারে।

—লাভাটাব

মন্তব্যসাতদিনের সেরা