সারা দেশের পাঠাগারে বই পাঠান কাজী এমদাদুল হক খোকন। এ পর্যন্ত ৫১৬টি পাঠাগারে ৩০ হাজারের বেশি বই দিয়েছেন। খরচ হয়েছে ৩০ লাখ টাকার মতো। তাঁর উদ্যোগ নিয়ে ২০২৩ সালে প্রতিবেদন ছাপা হয়েছিল কালের কণ্ঠে। কিছুদিন আগে তাঁকে ‘পাঠাগার বন্ধু’ সম্মাননা দিয়েছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ। লিখেছেন পিন্টু রঞ্জন অর্ক