<article> <p style="text-align: justify;">বর্তমানে বাংলাদেশে চিপ ডিজাইন করা অন্যতম কম্পানি হচ্ছে উলকাসেমি। বাংলাদেশের কালিয়াকৈরের হাই-টেক পার্কে সেমিকন্ডাক্টরের চিপ টেস্টিং এবং প্যাকেজিং ফ্যাসিলিটি স্থাপন করবে প্রতিষ্ঠানটি। উলকাসেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা<strong> মোহাম্মদ এনায়েতুর রহমানের</strong> সঙ্গে বাংলাদেশের সেমিকন্ডাক্টরের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন <strong>রিদওয়ান আক্রাম</strong></p> <p style="text-align: justify;"><strong>কালের কণ্ঠ : </strong>আপনার তো সিলিকন ভ্যালিতে কাজ করার অভিজ্ঞতা আছে, তো আপনার দৃষ্টিতে আমরা এখন কতটুকু এই সেক্টরে কাজ করতে পারছি বা ভবিষ্যতে কতটুকই বা আমাদের দ্বারা সম্ভব হবে?</p> <p style="text-align: justify;"><strong>মোহাম্মদ এনায়েতুর রহমান : </strong>সিলিকন ভ্যালিতে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বিশ্বাস করি, বাংলাদেশের সেমিকন্ডাক্টর সেক্টরে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।বাংলাদেশ সরকার সেমিকন্ডাক্টর সেক্টরের উন্নয়নে বিনিয়োগ করছে।</p> </article> <article> <p style="text-align: justify;">‘হাই-টেক পার্ক’ প্রতিষ্ঠার মতো পদক্ষেপগুলো এই সেক্টরের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। বাংলাদেশের প্রকৌশলী এবং বিজ্ঞানীরা উচ্চশিক্ষিত এবং দক্ষ। তাঁদের প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা সেমিকন্ডাক্টর সেক্টরে আরো বেশি অবদান রাখতে পারব। বাংলাদেশ উচ্চমূল্যের চিপ ডিজাইনে দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দিতে পারে। এটি বিশ্ববাজারে আরো বেশি প্রতিযোগিতামূলক হতে এবং আরো বেশি রাজস্ব আয় করতে সাহায্য করবে।</p> </article> <article> <p style="text-align: justify;"><strong>কালের কণ্ঠ : </strong>আমাদের সামনে চ্যালেঞ্জগুলো কী কী?</p> <p style="text-align: justify;"><strong>মোহাম্মদ এনায়েতুর রহমান : </strong>বাংলাদেশের এখনো উন্নত সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন সুবিধার অভাব রয়েছে। দক্ষ চিপ ডিজাইনার এবং প্রকৌশলীদের সংখ্যা পর্যাপ্ত নয়। সেমিকন্ডাক্টর সেক্টরে বিনিয়োগের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এগুলো কাটিয়ে ওঠাই আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ।</p> </article> <article> <p style="text-align: justify;"><strong>কালের কণ্ঠ : </strong>চিপ ডিজাইনিং বা প্রিফেব্রিকেশনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারি বিনিয়োগ কতটুকু প্রয়োজন এবং কিভাবে এটি ফলপ্রসূ হতে পারে?</p> <p style="text-align: justify;"><strong>মোহাম্মদ এনায়েতুর রহমান : </strong>চিপ ডিজাইনিং এবং প্রিফেব্রিকেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রমবর্ধমান শিল্প। এই শিল্পে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সম্ভাবনা রয়েছে। তবে এ জন্য উল্লেখযোগ্য সরকারি বিনিয়োগের প্রয়োজন। এই বিনিয়োগ অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, গবেষণা ও উন্নয়নেকাজে লাগবে।</p> </article> <article> <p style="text-align: justify;">পাশাপাশি সেমিকন্ডাক্টরশিল্পে বিনিয়োগকারীদের জন্য আর্থিক এবং নীতিগত প্রণোদনাও প্রদান করতে হবে। এসব করা গেলে সেমিকন্ডাক্টরশিল্পে বিনিয়োগ উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি সৃষ্টি করতে পারে। এই শিল্পে সুযোগ তৈরি হবে প্রচুর কর্মসংস্থানের।</p> <p style="text-align: justify;"><strong>কালের কণ্ঠ :</strong> এই সেক্টরে কি আমরাও ভারত, চীন, যুক্তরাষ্ট্রের দেশগুলোর মতো বিলিয়ন ডলার আয় করতে পারব?</p> <p style="text-align: justify;"><strong>মোহাম্মদ এনায়েতুর রহমান : </strong>হ্যাঁ, চিপ ডিজাইনিং এবং প্রিফেব্রিকেশন সেক্টরে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর মতো বাংলাদেশও বিলিয়ন ডলার আয় করতে পারে।</p> <p style="text-align: justify;"><strong>কালের কণ্ঠ :  </strong>চিপ ডিজাইনিং বা প্রিফেব্রিকেশনের জন্য আমাদের প্রয়োজনীয় দক্ষ জনবল আছে কি?</p> <p style="text-align: justify;"><strong>মোহাম্মদ এনায়েতুর রহমান :</strong> চিপ ডিজাইনিং এবং প্রিফেব্রিকেশনের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল বাংলাদেশে এখনো পর্যাপ্ত নয়। তবে কিছু উদ্যোগের মাধ্যমে এই ঘাটতি দূর করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে প্রকৌশলী এবং বিজ্ঞানীদের সংখ্যা বাড়ছে। চিপ ডিজাইনিং এবং প্রিফেব্রিকেশনের মতো বিশেষায়িত ক্ষেত্রগুলোতে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। কিছু বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি প্রতিষ্ঠান চিপ ডিজাইন এবং প্রিফেব্রিকেশনে কোর্স অফার করছে। এই কোর্সগুলোর সংখ্যা এবং মান এখনো পর্যাপ্ত নয়। বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্প এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই শিল্পে অভিজ্ঞ দক্ষ জনবলের সংখ্যাও কম।</p> <p style="text-align: justify;">সরকার সেমিকন্ডাক্টরশিল্পের উন্নয়নের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ‘হাই-টেক পাক’ প্রতিষ্ঠা এবং দক্ষ জনবল তৈরির জন্য প্রশিক্ষণ প্রদান করা। সরকারের পাশাপাশি কিছু বেসরকারি প্রতিষ্ঠান চিপ ডিজাইন এবং প্রিফেব্রিকেশনে প্রশিক্ষণ প্রদান করছে। বিদেশি বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারি করে চিপ ডিজাইন এবং প্রিফেব্রিকেশনে দক্ষ জনবল তৈরির চেষ্টা করছে বাংলাদেশ।</p> <p style="text-align: justify;"><strong>কালের কণ্ঠ : </strong> অনেকে বলছেন, বিশ্ববাজারের এক ট্রিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টরশিল্প থেকে বাংলাদেশের ৩ থেকে ৪ শতাংশ বাজার দখলের সম্ভাবনা রয়েছে। এটা কতটুকু সম্ভব হতে পারে?</p> <p style="text-align: justify;"><strong>মোহাম্মদ এনায়েতুর রহমান :</strong> সম্ভাবনা অবশ্যই রয়েছে। তবে এটি অর্জন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যেমন : সরকারি বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, গবেষণা ও উন্নয়ন, অনুকূল নীতিমালা, বৈশ্বিক অংশীদারি প্রভৃতি।</p> <p style="text-align: justify;"><strong>কালের কণ্ঠ :</strong>  চিপ ডিজাইনিং বা প্রিফেব্রিকেশনের ক্ষেত্রে ২০০৭ সালে প্রতিষ্ঠিত ‘উলকাসেমি’ বাংলাদেশকে কতটুকু উপস্থাপন করছে? আপনাদের কাজের পরিধিই বা কতটুকু? </p> <p style="text-align: justify;"><strong>মোহাম্মদ এনায়েতুর রহমান : </strong>২০০৭ সালে প্রতিষ্ঠিত উলকাসেমি চিপ ডিজাইনিং এবং প্রিফেব্রিকেশন ক্ষেত্রে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি।বাংলাদেশের প্রথম সেমিকন্ডাক্টর ডিজাইন কম্পানি হিসেবে উলকাসেমি বিশ্ববাজারে দেশটির উন্নত প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করছে। উলকাসেমি উন্নত চিপ ডিজাইন এবং প্রিফেব্রিকেশন সার্ভিস প্রদান করে, যা বাংলাদেশের ক্রমবর্ধমান প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ। উলকাসেমি বিশ্বের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর কম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে, বাংলাদেশের বাজারের সম্ভাবনা তুলে ধরে। উলকাসেমি দক্ষ চিপ ডিজাইনার এবং প্রকৌশলীদের একটি দল তৈরি করেছে, যা দেশটির মানবসম্পদ উন্নয়নে অবদান রাখছে।</p> <p style="text-align: justify;"><strong>কালের কণ্ঠ :</strong> উলকাসেমির কাজের পরিধি কী?</p> <p style="text-align: justify;"><strong>মোহাম্মদ এনায়েতুর রহমান : </strong>উলকাসেমি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের জন্য কাস্টম চিপ ডিজাইন করে, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, নেটওয়ার্কিং সরঞ্জাম এবং আরো অনেক কিছু। উলকাসেমি এমবেডেড সিস্টেম ডেভেলপ করে যা চিপগুলোকে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনে কাজ করতে সক্ষম করে। ইন্টারনেট অব থিংস (আইওটি) ডিভাইসের জন্য চিপ ডিজাইন এবং সমাধান দিয়ে থাকি। শুধু তাই নয়, প্রিন্টেড সার্কিট বোর্ড  (পিসিবি) ডিজাইন করে থাকি, যা চিপগুলোকে সংযুক্ত করে এবং সে সবের কার্যকারিতা নিশ্চিত করে। চিপ ডিজাইনের ত্রুটি এবং সমস্যাগুলো শণাক্ত করার জন্য আমরা ডিজিটাল ভেরিফিকেশন পরিষেবাও দিয়ে থাকি।</p> </article>