<article> <p style="text-align: justify;">সমুদ্রসৈকতে অল্প পানিতে খালি পায়ে হাঁটতে চাইলে সমুদ্রে যেতে হবে। অনেকে আবার মরুর বালুকণা কিংবা তুষারে আবৃত পাহাড় দেখতে চান। প্রকৃতির এই তিন রূপের সাক্ষাৎ এখন একই স্থানে মিলবে। সেই স্থানটি হলো জাপানের উত্তর-পশ্চিমের স্যান ইন কাইগান জিওপার্ক।</p> </article> <article> <p style="text-align: justify;">সমুদ্র, তুষারে ঢাকা পাহাড়, বালুকাময় পথ—প্রকৃতির এই ভিন্ন রূপগুলো এখন একসঙ্গে পার্কটিতে দেখার সৌভাগ্য হবে দর্শনার্থীদের। সেখানে রাশি রাশি ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের তীরে। তারই পাশের জায়গাটি মরুর বালুর মতো বিছিয়ে রয়েছে। এর পরই শুরু হয়েছে তুষার ঢাকা বরফের পাহাড়ের অংশ।</p> </article> <article> <p style="text-align: justify;">সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্যান ইন কাইগান জিওপার্কের একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওয়েলথ নামের এক ব্যক্তি ছবিটি পোস্ট করার পর ছয় লাখ ৫৮ হাজার ৮২৯ জন ব্যবহারকারী লাইক দিয়েছেন। কমেন্টের সংখ্যাও কম নয়। ছবিতে দেখা যায়, একজন ওই সৈকতে বালুর ওপর হেঁটে বেড়াচ্ছেন।</p> </article> <article> <p style="text-align: justify;">তাঁর এক দিকে সমুদ্র এবং অন্য দিকে বরফে ঢাকা পাহাড়।</p> <p style="text-align: justify;">প্রতিবছর শীতের সময় সেখানকার তুষার, বালু আর সমুদ্রের পানির আঁকাবাঁকা পথ অপূর্বভাবে মিলে যাওয়া দেখতে হাজার হাজার পর্যটক ভিড় জমায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও অপূর্ব এই দৃশ্য প্রত্যক্ষ করতে পর্যটকরা সেখানে যায়।</p> <p style="text-align: justify;">বিভিন্ন ভূ-প্রাকৃতিক নিদর্শন সংবলিত স্থানটি ২০০৮ সালের ডিসেম্বরে জাপানের জিওপার্ক হিসেবে মনোনীত হয়। প্রায় দুই বছর পর একে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে ২০১০ সালের অক্টোবরে ‘গ্লোবাল জিওপার্ক’-এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয় স্যান ইন কাইগান জিওপার্ক।</p> </article> <article> <p style="text-align: justify;"><strong>সূত্র : </strong>এনডিটিভি</p> </article>