<p>থাইল্যান্ডে শুরু হয়েছে ইউটিএমবি সাইটিফাইড এশিয়া মেজর ইভেন্ট-২০২৩। এই ইভেন্টে বাংলাদেশের হয়ে আল্ট্রা ট্রেইলে অংশ নিচ্ছেন ইমামুর রহমান।</p> <p>স্থানীয় সময় আজ শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে আগামী রবিবার (১০ ডিসেম্বর) থাইল্যান্ডের চিয়াংমাইতে দৌড় নিয়ে এই ইভেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।সেখানে প্রায় ৮০টির মতো দেশ থেকে ইউটিএমবি সার্টিফায়েড দৌড়বিদরা অংশ নিচ্ছেন।বাংলাদেশের হয়ে একমাত্র ইমামুর রহমান এই ইভেন্টে অংশ নিচ্ছেন।</p> <p>ইমামুর জানান, আল্ট্রা ট্রেইলারের যে ধাপে তিনি অংশ নেবেন সেটি অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৯ ডিসেম্বর)।রেসের ভেন্যু হলো রয়্যালপার্ক রাজাপ্রুয়েক।তাঁকে পাহাড়ি উঁচু-নিচু আর ঝোপঝাড়ের রাস্তা দিয়ে দৌড়াতে হবে ১০০ কিলোমিটার পথ।অতিক্রম করতে হবে চিয়াং মাইয়ের ওয়াট ফ্রা দ্যাট দোইখাম মন্দির, ভুবিং প্যালেস, খুন চ্যাং খিয়ান, হুয়ে তুয়েং থাও জলাধার, মায়ে সা এলিফ্যান্টক্যাম্প, দোই পুই সামিট, দোই ফা ক্লং, হমংগ্রাম, ওয়াটফ্রা দ্যাট দোই সুথেপমন্দির।</p> <p>তরুণ এই দৌড়বিদ বলেন, ‘এই ইভেন্টে অংশ নিতে গত সাত মাস ধরে নিজেকে শাররীক এবং মানসিকভাবে প্রস্তুত করেছি।কীভাবে করেছি সেটা অল্প কথায় বলে বোঝাতে পারব না।আশা তো আছে আমার টার্গেট অ্যাচিভ করতে পারব।’</p> <p>ইউটিএমবি বা আল্ট্রা ট্রেইল ডু মন্ট ব্লাঙ্ক-এ সুপার বোলে বিভিন্ন ধাপে দৌড়াতে হয় ২০ কিলোমিটার, ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার থেকে ১৭০ কিলোমিটার পর্যন্ত।এই রেস মূলত হয়ে থাকে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতমালার চারপাশে।</p> <p>ইমামুর জানান, ২০১৩ সাল থেকে ম্যারাথনার হিসেবে দৌড় শুরু করলেও তিনি ইউটিএমবি-এর সঙ্গে জড়িয়েছেন কয়েক বছর হলো।এই ইভেন্টে অংশ নেওয়ার আগে তিনি ৭০ কিলোমিটার ক্যাটাগরিতে ভিয়েতনাম ট্রেইলম্যারাথন সফলভাবে সম্পন্ন করেছেন।এটি ছিল ৩২০০ মিটার উচ্চতা সম্পন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথে ট্রেইলরান।এ ছাড়া এ বছরের মার্চে পর্তুগালে ইডিপি লিসবন হাফম্যারাথনও সম্পন্ন করেছেন তিনি।সেটি ছিল ‘হাফম্যারাথন’ এর সুপার হাফ সিরিজ।</p>