<p>চীনের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে রেলপথ। তাই রেল নিয়ে দেশটির উচ্চাকাঙ্ক্ষার যেন শেষ নেই। এরই ধারাবাহিকতায় দক্ষিণ-পূর্ব উপকূলে সাগরের ওপর দিয়ে ২৭৭ কিলোমিটার দীর্ঘ রেললাইন চালু করেছে দেশটি।</p> <p>সাগরের ওপর দিয়ে চলা রেললাইন চীনের ফুজিয়ান প্রদেশের ঝাংঝৌউ, জিয়ামেন ও ফুঝৌউ শহরকে সংযুক্ত করেছে। এই রুটে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।</p> <p>স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। প্রথম ট্রেনটি প্রদেশের রাজধানী থেকে যাত্রা শুরু করে। নতুন এই রেললাইনে ৮৪টি সেতু ও ২৯টি টানেল রয়েছে।</p> <p>এ ছাড়া সাগরের ওপর দিয়ে গেছে ২০ কিলোমিটার লাইন। চীনে এটিই সাগরের ওপর দিয়ে যাওয়া প্রথম বুলেট ট্রেন পরিষেবা।</p> <p>দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সাগরের ওপর রেললাইন নির্মাণ করতে ব্যবহৃত হয়েছে পরিবেশবান্ধব ইস্পাত ও বুদ্ধিমান রোবট। </p> <p><strong>সূত্র : সিএনএন</strong><br />  </p>