kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

দেখে নিন বছরের শেষ সুপারমুনের সুন্দর কিছু ছবি

অনলাইন ডেস্ক   

১৪ আগস্ট, ২০২২ ১৯:১৮ | পড়া যাবে ১ মিনিটেদেখে নিন বছরের শেষ সুপারমুনের সুন্দর কিছু ছবি

সান বার্নার্ডিনো গির্জার গম্বুজের পিছনে সুপারমুন (ছবি: গেটি ইমেজেস)

বছরের শেষ সুপারমুন বিদায় নিল। ফ্রান্স, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালিসহ বিশ্বের অনেক জায়গা থেকে দেখা যায় এটি। সারা বিশ্বে ক্যামেরায় ধারণ করা হয়েছে এই চাঁদের বিস্ময়কর সব ছবি। অনেক ছবিতে চাঁদটিকে লালচে কমলা রঙের দেখা গেছে।

বিজ্ঞাপন

বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল পূর্ণিমার চাঁদকে সুপারমুন বলা হয়ে থাকে। এ সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে।

মার্কিন গণমাধ্যম ফক্সনিউজ বছরের শেষ সুপারমুনটির কিছু ছবি প্রকাশ করেছে। চলুন দেখা যাক :

সিসিলির উত্তর উপকূলে অবস্থিত একটি পর্যটন শহর থেকে সুপারমুনের দৃশ্য। (ছবি : গেটি ইমেজেস)

 

প্যারিসের আইফেল টাওয়ারের পাশের দৃশ্য। (ছবি : গেটি ইমেজেস)

 

কানসাস সিটির কাউফম্যান স্টেডিয়ামে একটি বেসবল ম্যাচের পর আতশবাজি এবং সুপারমুন (ছবি : এপি)

 

 

জার্মানির ফ্রাংকফুর্টে ব্যাঙ্কিং জেলার বিল্ডিংয়ের পেছনে সুপারমুন। (ছবি : এপি)

 

ব্রাজিলের সুপারমুন দৃশ্য। (ছবি : এপি)

 

সূত্র : ফক্সনিউজসাতদিনের সেরা