kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

‘সব প্রস্থান বিদায় নয়’ ফেসবুকে লিখেই চলে গেলেন নিপা!

অনলাইন ডেস্ক   

৪ আগস্ট, ২০২২ ১৪:৩২ | পড়া যাবে ২ মিনিটে‘সব প্রস্থান বিদায় নয়’ ফেসবুকে লিখেই চলে গেলেন নিপা!

সামসুন্নাহার নিপা

সব প্রস্থান বিদায় নয়... ফেসবুকে লিখে চলে গেলেন না-ফেরার দেশে। পরে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় সংস্কৃতিকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বরিশাল নগরের উত্তর মল্লিক রোডের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত সামসুন্নাহার নিপা (২৫) বরিশাল নগরের উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের মৃত ফজলুল করিমের মেয়ে।

বিজ্ঞাপন

সর্বশেষ করোনার সময়ে তার মা মারা যাওয়ার পর পিতা-মাতাহীন হয়ে পড়েন তিনি। এর পর থেকে পিতা-মাতাহীন নিপা বোন ডালিয়ার সাথে থাকতেন।

নিপার ফেসবুকে নানা সময়ে ছিল হতাশাগ্রস্ত পোস্ট। নিপা বরিশাল নগরের একটি বেসরকারি ইউনিভার্সিটির এমবিএ পাস করা ছাত্রী এবং উদীচী ও বরিশাল নাটক’র সদস্য। এ ছাড়াও নিপা আবৃত্তিতে বিশেষ অবদান রাখায় জিয়াউল হক স্বর্ণপদক-২০২২ লাভ করেন।

কোতোয়ালি মডেল থানার এসআই আকলিমা বেগম জানান, ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিপার মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন নিপা। ফাঁস দেওয়ায় গলায় একটি কলো দাগ ছাড়া আর কোনো চিহ্ন নেই।

তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে বাসায় বোন ডালিয়া ঘুমিয়ে থাকায় কিছু টের পাননি বলে জানিয়েছেন। তিনি জানান, সকালে ঘুম ভেঙে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছেন। কী কারণে এমন ঘটনা ঘটছে তা তদন্ত করা হচ্ছে বলে এসআই আকলিমা জানান।সাতদিনের সেরা