kalerkantho

শুক্রবার । ১৯ আগস্ট ২০২২ । ৪ ভাদ্র ১৪২৯ । ২০ মহররম ১৪৪৪

'দায়িত্ব থেকেই কাজ করছে ভয়েস অফ হিউম্যানিটি ফাউন্ডেশন'

নিজস্ব প্রতিবেদক   

২৭ জুন, ২০২২ ২০:৩৬ | পড়া যাবে ১ মিনিটে'দায়িত্ব থেকেই কাজ করছে ভয়েস অফ হিউম্যানিটি ফাউন্ডেশন'

সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলার বন্যাদুর্গতদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে ব্যক্তি, সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এসব ব্যক্তি ও সংগঠনের মতো বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে 'ভয়েস অফ হিউম্যানিটি ফাউন্ডেশন' নামের একটি সংগঠন।

সম্প্রতি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বন্যাদুর্গত দেড় শতাধিক পরিবারের মাঝে এই সংগঠনটি প্রথম ধাপের খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

সংগঠনটির সদস্যরা বলছেন, বানভাসি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে সংগঠনের সদস্যরা আনন্দিত।

বিজ্ঞাপন

একই সঙ্গে যারা সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন এই সংগঠনের সদস্যরা।

ভয়েস অফ হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান রেজুয়ান আহমেদ শুভ কালের কণ্ঠকে বলেন, "ভয়েস অফ হিউম্যানিটি ফাউন্ডেশন' প্রতিষ্ঠাকাল থেকেই বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করে আসছে। বন্যার কারণে সিলেট বিভাগসহ বিভিন্ন জেলার মানুষ দিশাহারা। এ অবস্থায় এই সংগঠনটির পক্ষ থেকে আমাদের সাধ্যমতো বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। "সাতদিনের সেরা