ঘুমাতে যে বালিশ ব্যবহার করেন, তার দাম সর্বোচ্চ কতো হতে পারে? কিন্তু এই বালিশের যে দাম, তা আপনার কল্পনাকেও হার মানাবে। একটি বালিশের দাম ৫৭ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ৫২ লাখ ৮১ হাজার ৬৬০ টাকা।
নেদারল্যান্ডসে বিক্রি হচ্ছে সেই বালিশ।
বিজ্ঞাপন
বালিশটির নাম দেওয়া হয়েছে টেইলরমেড পিলো। বলা হচ্ছে, এটা খুবই বিশেষ ও আধুনিকমানের বালিশ। মিসরের তুলা, মালবেরি সিল্ক ও নেদারল্যান্ডসে তৈরি করা দূষণমুক্ত ফোম ব্যবহার করা হয়েছে বালিশটি তৈরিতে।
তাছাড়া ওই বালিশে ২৪ ক্যারেটের সোনা, চারটি হীরা ও ২২ দশমিক ৫ ক্যারেটের নীলকান্তমণি ব্যবহার করা হয়েছে। বালিশটি বানাতে ব্যবহার করা তুলা রোবটচালিত কারখানা থেকে নিয়ে আসা হয়েছে। বালিশটি যে প্যাকেটে ভরে ক্রেতাকে দেওয়া হবে, সেটাও আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা।
বালিশটি বানাতে ১৫ বছর সময় লেগেছে।
সূত্র: ইকোনমিক টাইমস