বিয়ের অনুষ্ঠানে বর এসেছেন মদ্যপ অবস্থায়। যেনতেন মাতাল না, নেশার প্রভাবে বরের চোখই খুলছে না। তাকে দাঁড় করিয়ে রাখতে আরেকজন সহায়তা করতে হচ্ছে।
এ অবস্থায় কনের বদলে শ্যালিকার গলায় মালা পরিয়ে দেন বর।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায়, মদ্যপ বরের গলায় মালা পরিয়ে দিচ্ছেন কনে। কিন্তু কনের গলায় আর মালা দেওয়ার পরিস্থিতি নেই বরের। ঘুমে তার টলোমলো অবস্থা। পড়ে যাওয়া আটকাতে বরকে ধরে রেখেছেন এক ব্যক্তি।
সেই ব্যক্তি কনেকে মালা পরাতে বলেন বরকে। কিন্তু নেশার ঘোরে থাকা বর মালা পরিয়ে দেন পাশে দাঁড়িয়ে থাকা শ্যালিকার গলায়।
এতে বেচায় চটে যান ওই তরুণী। বরকে সপাটে কয়েকটি চড়ও মেরে দেন। তরুণীর নির্দেশে গলা থেকে মালা সরিয়ে নেন বর। এ সময় বোনকে শান্ত করার চেষ্টা করেন কনে নিজেই।
সূত্র : ইন্ডিয়া টাইমস
ভিডিওটি দেখতে পারেন...
बिहार में शराबबंदी बा ... 🤔😅🤣😂🥃 pic.twitter.com/MiWYfF2N2T
— Vikki1975 (@Vikki19751) June 21, 2022