kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

এক ঘণ্টায় ৩১৮২ বার পুশ-আপ, নাম উঠল গিনেসে (ভিডিও)

অনলাইন ডেস্ক   

১৯ জুন, ২০২২ ১১:৩৮ | পড়া যাবে ১ মিনিটেএক ঘণ্টায় ৩১৮২ বার পুশ-আপ, নাম উঠল গিনেসে (ভিডিও)

অস্ট্রেলিয়ান ক্রীড়াবিদ ড্যানিয়েল স্কালি এক ঘণ্টায় তিন হাজার ১৮২ বার পুশ-আপ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। এই রেকর্ড গড়ার জন্য শারীরিকভাবে নিজেকে প্রস্তুতও করেছেন তিনি।

চলতি বছরের এপ্রিলে তিনি এই রেকর্ড গড়েছেন। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়ান নাগরিক জারেড ইয়ং তিন হাজার ৫৪ বার পুশ-আপ দিয়ে গিনেস বুকে নাম তুলেছিলেন।

বিজ্ঞাপন

আগের রেকর্ড ভেঙে নিজের নাম সেখানে লেখালেন ড্যানিয়েল। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, স্কালি সিআরপিএস (কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম) রোগে ভুগছেন। ১২ বছর বয়সে এক হাত ভেঙে যাওয়ার পর তার এই সমস্যা শুরু হয়।

স্কালির পুশ-আপ দেওয়ার একটি ভিডিও গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সেখানে স্কালির পুশ-আপ দেওয়ার পাশাপাশি সাক্ষাৎকারও রয়েছে।
সূত্র : এনডিটিভি।

ভিডিওটি দেখতে পারেন ...সাতদিনের সেরা