kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

ট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে গেলেন কনে (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক   

২৮ মে, ২০২২ ১০:৫৭ | পড়া যাবে ১ মিনিটেট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে গেলেন কনে (ভিডিওসহ)

ট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে গেছেন কনে। ওই সময় কনের চোখে কালো সানগ্লাস ছিল। চালকের আসনে বসা কনের দু’পাশে তার দুই ভাই দাঁড়িয়ে ছিলেন।

ব্যতিক্রমী ধরনে বিয়ের আসরে প্রবেশ করে হইচই ফেলে দিয়েছেন ভারতের ওই তরুণী।

বিজ্ঞাপন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার একটি ভিডিও ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে প্রবেশ করছেন কনে ভারতি তাগড়ে। তার দু’পাশে দুই ভাই দাঁড়িয়ে আছেন।

গত বৃহস্পতিবার রাতে ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলার জাভরা গ্রামে ওই বিয়ের অনুষ্ঠান হয়েছে। সেখানেই ট্রাক্টর চালিয়ে অনুষ্ঠানস্থলে যান ভারতি।

ভারতি বলেন, পালকি কিংবা গাড়িতে চড়ে বিয়ের আসরে যাওয়ার রীতি অনেকটা পুরনো হয়ে গেছে। সে কারণে ভিন্ন কিছু করতে চেয়েছি।

সূত্র: এনডিটিভি।

ভিডিওটি দেখতে পারেন ...সাতদিনের সেরা