kalerkantho

বুধবার । ২৯ জুন ২০২২ । ১৫ আষাঢ় ১৪২৯ । ২৮ জিলকদ ১৪৪৩

সাতপাক ঘোরার আগেই ঘুমিয়ে গেল কনে

অনলাইন ডেস্ক   

৯ মে, ২০২২ ১৩:০৫ | পড়া যাবে ১ মিনিটেসাতপাক ঘোরার আগেই ঘুমিয়ে গেল কনে

বিয়েতে সাতপাক ঘোরার আগেই ঘুমিয়ে পড়েছে কনে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের কোনো এক বিয়ের অনুষ্ঠানের ঘটনা এটি।

ভিডিওতে দেখা যায়, সোফায় গা এলিয়ে ঘুমিয়ে পড়েছে কনে।

বিজ্ঞাপন

নেটিজেনরা বলছেন, বেচারি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। তাকে বিরক্ত না করাটাই ভালো।

পাঞ্জাবে বিয়ের সময় মালা বদলের পর সাতপাক ঘোরার আগে কিছুক্ষণ সময় পান কনেরা। সেই সময় বিয়ের আচার অনুষ্ঠান পালন করেন বর। এরপর সাতপাকের সময় হলে কনেকে ডেকে পাঠান পুরোহিত। তাকে নিয়ে হাজির হন পরিবারের লোকজন।  

এরপর বর-কনে সাতপাক ঘুরে বিয়ের অন্যান্য আচার অনুষ্ঠান পালন করে। অনেকেই বলছেন, মালাবদল আর সাতপাকের মাঝের সময়টাতে বিশ্রাম নিতে গিয়েছিলেন কনে। গা এলিয়ে দিয়েই ঘুম এসেছে তার।
সূত্র: ইন্ডিয়া ডটকমসাতদিনের সেরা