সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখলে যে কারো মনে হতে পারে, ডাইনোসরের বাচ্চারা দৌড়ে যাচ্ছে। কিন্তু ভালোভাবে খেয়াল করলেই বোঝা যায় আসল বিষয়টি।
একজন ব্যক্তি ভিডিওটি পোস্ট করে লিখেছেন, প্রকৃত বিষয় বুঝতে আমার কয়েক সেকেন্ড সময় লেগেছে।
বিজ্ঞাপন
এনডিটিভি জানিয়েছে, ১৪ সেকেন্ডের ওই ভিডিও দেখে বেশ আনন্দ পেয়েছেন নেটিজেনরা। তাদের অনেকেই বলছেন, প্রযুক্তির কারিশমায় ভ্রম তৈরি হয়েছে।
আসলে কোয়াটিস নামক প্রাণী দল বেঁধে ছোট্ট নদী পার হয়ে গেছে। সেই ঘটনার ভিডিও ধারণ করে প্রযুক্তির সাহায্যে উল্টো করে দেখানো হয়েছে।
ফলে, ওই প্রাণীদের লেজকে ডাইনোসরের মাথা মনে হচ্ছে। এক ব্যক্তি মন্তব্য করেছেন, আমার ৯ বছরের ছেলেকে ভিডিওটি দেখতে দিয়েছিলাম। তারও বেশ খানিকক্ষণ সময় লেগেছে বিষয়টি বুঝতে।
ভিডিওটি দেখতে পারেন ..
This took me a few seconds.. 😅 pic.twitter.com/dPpTAUeIZ8
— Buitengebieden (@buitengebieden) May 4, 2022