বিশাল অজগরকে কামড়ে ধরেছে হ্রদের একটি কুমির। নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অজগরটি। কিন্তু কোনোক্রমেই আর নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না।
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখা হয়েছে, কুমির কি অজগরকে কামড়ে দুই ভাগ করে দিতে পারে?
ভিডিওতে দেখা যায়, অজগরটি কুমিরকে কামড়ানোর জন্য এপাশ-ওপাশ ঘুরছে।
বিজ্ঞাপন
অজগররা তাদের শিকারকে চারদিক থেকে জড়িয়ে ধরে এবং দম বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করে। কুমির ও অজগরের স্বভাব এদিক থেকে একই ধরনের।
এই ভিডিওতে কেউই কাউকে শেষ পর্যন্ত পরাজিত করতে পারেনি। অজগরটিকে কামড় দিয়ে দুই ভাগ করে দিতে না পেরে শেষ পর্যন্ত ছেড়েই দিয়েছে কুমিরটি।
ভিডিও দেখে নেটিজেনরা বেশ খুশি হয়েছেন। একজন লিখেছেন, খলনায়ক বনাম খলনায়কের লড়াই দেখতে দুর্দান্ত লেগেছে।
যুক্তরাষ্ট্রে হ্রদের প্রাপ্তবয়স্ক কুমিরের ওজন ৩৬০ কিলোগ্রাম পর্যন্ত হয়। যা লম্বায় ১৩ ফুট। লুইজিয়ানায় বিশ্বের সবচেয়ে বৃহৎ কুমির দেখা গেছে। সেই কুমিরটি ১৯.২ ফুট লম্বা।
সূত্র : এনডিটিভি।