ফাইল ছবি
আপেল ও আমন্ডের (বাদাম) বাগানে হঠাৎ করেই সজারুর দল হামলা চালিয়েছে। অথচ এত দিন অন্যান্য ফলের গাছের বাকল খেয়ে ফেলত সজারুর দল। এবার তাদের কুনজরে পড়ে বড় ধরনের ক্ষতির মুখে কাশ্মীরের পুলওয়ামার চাষিরা।
শীতকাল এলে ঝাঁকে ঝাঁকে সজারু ফলের বাগানগুলোতে হামলা চালায়।
বিজ্ঞাপন
আপেল-আমন্ডের বাগানগুলোতে সজারুর হামলা দেখে মাথায় হাত পড়েছে কৃষকদের। গাছগুলো রক্ষা করতে কাঁটাতার, বস্তা দিয়ে ঘিরে দিচ্ছেন চাষিরা। তার পরও কোনো লাভ হচ্ছে না। ইতিমধ্যে বাগানের পর বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।
অথচ ১০-১৫ বছর সময় লাগে একেকটি গাছ বড় হতে। একটি পূর্ণবয়স্ক গাছে ৪০ কেজির মতো আমন্ডের ফলন হয়। চাষিদের দাবি, সেই গাছ নষ্ট করে দিচ্ছে সজারুর দল। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন শোপিয়ান, পুলওয়ামা এবং বুদগাম জেলার চাষিরা।
সূত্র : আনন্দবাজার।