kalerkantho

মঙ্গলবার ।  ২৪ মে ২০২২ । ১০ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২২ শাওয়াল ১৪৪৩  

মধ্যপ্রদেশের বিখ্যাত বাঘিনী ‘কলারওয়ালী’র মৃত্যু

অনলাইন ডেস্ক   

১৭ জানুয়ারি, ২০২২ ১১:৫৪ | পড়া যাবে ১ মিনিটেমধ্যপ্রদেশের বিখ্যাত বাঘিনী ‘কলারওয়ালী’র মৃত্যু

‘কলারওয়ালী’ হিসেবে খ্যাত ভারতের মধ্যপ্রদেশের কিংবদন্তীপ্রতিম বাঘিনী শনিবার রাতে বয়সজনিত কারণে মারা গেছে। বাঘটি রাজ্যের পেঞ্চ টাইগার রিজার্ভে থাকতো।

১৭ বছর বয়সী কলারওয়ালী ১১ বছরে আটদফায় ২৯টি বাচ্চা প্রসব করেছিল। এত শাবকের জন্ম দেওয়ায় তাকে বলা হতো ‘সুপার মম’।

বিজ্ঞাপন

বাঘটির আরেক নাম ছিল টি-১৫।

ছবিতে দেখা যায়, স্থানীয় লোকজন বাঘটির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছে। টাইগার রিজার্ভে যাওয়া ব্যক্তিরা শেষ কলারওয়ালীকে জীবিত দেখেছিলেন গত ১৪ জানুয়ারি।  

অনেকে মৃত বাঘটির শরীরে ফুলের মালা দেয়। কেউবা হাত জোড় করে শেষ শ্রদ্ধা জানায়। টাইগার রিজার্ভে সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছিল এ বাঘটিরই। সূত্র: এনডিটিভি।সাতদিনের সেরা