kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

কিশোরী ইউটিউব সেনসেশন আদালিয়া রোজ মারা গেছেন

অনলাইন ডেস্ক   

১৪ জানুয়ারি, ২০২২ ০৯:১০ | পড়া যাবে ২ মিনিটেকিশোরী ইউটিউব সেনসেশন আদালিয়া রোজ মারা গেছেন

মার্কিন ইউটিউব সেনসেশন আদালিয়া রোজ গত বুধবার মারা গেছেন। তার জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

১৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমানো আদালিয়া বিরল রোগে আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবয়বের কারণে বাড়তি নজর কাড়তেন তিনি। সে কারণে তার ফলোয়ারের সংখ্যা হু হু করে বেড়েছিল।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার এক কোটি ২০ লাখ ফলোয়ার। এছাড়া ইউটিউবে প্রায় ৩০ লাখ সাবস্ক্রাইবার রয়েছে।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে আদালিয়ার সোশ্যাল হ্যান্ডল থেকে পোস্ট দিয়ে জানানো হয়, এই পুথিবীর মায়া ছেড়ে গেছেন আদালিয়া। তিনি নিরবে পৃথিবীতে এসেছিলেন এবং নিঃশব্দে চলে গেলেন। তবে তার জীবন ছিল একেবারেই ব্যতিক্রম।

তার মা বলেছেন, তিন মাস বয়স থেকেই তার মেয়ের চিকিৎসা চলছিল। লাখ লাখ মানুষকে আদালিয়া স্পর্শ করেছে। যারা তাকে চেনেন, সবাই তাকে ভীষণ পছন্দ করেন। সবার স্মৃতিতে সে জায়গা করে নিয়ে গেছে।

তিনি আরো বলেন, আদালিয়ার আর কোনো কষ্ট নেই। সে যে গানগুলো পছন্দ করে, এখন হয়তো সেগুলোর তালে নাচছে। পারিবারিকভাবে তার শেষকৃত্য হবে।
সূত্র: স্টাফ।সাতদিনের সেরা