kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফোসা'র শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক   

২৭ নভেম্বর, ২০২১ ১৩:২৩ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফোসা'র শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের স্পাউসদের সংগঠন ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (ফোসা) এর নির্বাহী কমিটি।

গতকাল শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনটির নির্বাহী কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় ফোসা'র প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মিণী আয়েশা আখতার (ডালিয়া), সভাপতি পররাষ্ট্র সচিবের (সিনিয়র সচিব) সহধর্মিণী ফাহমিদা সোমা জেবিন এবং সংগঠনের পদস্থ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা