kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

সুন্দরবনে সরাসরি বাঘ দেখা গেল, করা হলো ভিডিও

অনলাইন ডেস্ক   

৪ নভেম্বর, ২০২১ ১৭:৫৩ | পড়া যাবে ২ মিনিটেসুন্দরবনে সরাসরি বাঘ দেখা গেল, করা হলো ভিডিও

নদীর পাড়ে বসে সময় কাটাচ্ছে একটি বাঘ, বৃহস্পতিবার সকালে এমনই দৃশ্য দেখা গেল সুন্দরবনের ভারতীয় অংশের উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে।

এভাবে সরাসরি বাঘ দেখতে পেয়ে সুন্দরবন দেখতে যাওয়া পর্যটকরা ছিলেন উচ্ছ্বসিত। তবে জনবসতির এত কাছাকাছি বাঘ চলে আসার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়।

বসিরহাট ফরেস্ট বিভাগের অন্তর্গত হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা পঞ্চায়েতে ঝিঙ্গাখালি বিটের শকুনখালির জঙ্গলে বৃহস্পতিবার সকালে এ দৃশ্য দেখা যায় বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে। 

কুঁকড়েখালি নদীতে ভ্রমণ করার সময় পর্যটকরা দেখতে পান- নদীর অপর পাড়ে একটি বাঘ বসে আছে। রয়েল বেঙ্গল টাইগারকে এত কাছে পেয়ে ছবি তোলার ধুম পড়ে যায় পর্যটকদের মধ্যে। বাঘটিকে নদীর পাড়ে অনেকক্ষণ ধরে বিশ্রাম নিতে দেখা যায়। 

নদীর পাড়ে কাদার ওপর দিয়ে কিছুটা হাঁটতে দেখা যায় বাঘটিকে। এরপর ধীরে ধীরে জঙ্গলে মিলিয়ে যায় দক্ষিণরায়। 

পর্যটকদের ধারণা, বাঘটি সাত থেকে আট ফুট লম্বা। সুন্দরবন বেড়াতে এসে এত কাছ থেকে বাঘ দেখতে পেয়ে খুশি পর্যটকরা।

পর্যটকরা খুশি হলেও আতঙ্ক ছড়িয়েছে আশপাশের গ্রামের বাসিন্দাদের মধ্যে। বাঘ বের হওয়ার খবর চাউর হয়েছে কালীতলা পঞ্চায়েতের শকুনখালির জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে। এতে বিপদ দেখছেন গ্রামবাসীরা। সাতদিনের সেরা