kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

বাচ্চা বাঁচাতে কুমিরকে মেরেই ফেলল মা হাতি (ভিডিও)

অনলাইন ডেস্ক   

২৭ অক্টোবর, ২০২১ ১০:৫৯ | পড়া যাবে ১ মিনিটেবাচ্চা বাঁচাতে কুমিরকে মেরেই ফেলল মা হাতি (ভিডিও)

নিজের বাচ্চা বাঁচানোর জন্য একটি কুমিরকে পানিতে নেমে মেরে ফেলেছে মা হাতিটি। ঘটনা ঘটেছে আফ্রিকার জাম্বিয়ায়। দুর্লভ সেই ঘটনাটি হ্যানস হেনরিক হার নামের এক আলোকচিত্রী ক্যামেরাবন্দি করেছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায়, কুমিরের সঙ্গে লড়াই করছে একটি মা হাতি। একপর্যায়ে কুমিরটিকে মেরেই ফেলে হাতিটি।

মূলত পায়ের চাপে কুমিরের প্রাণ চলে যায়। তাতেও ক্ষোভ কমে না হাতিটির। একপর্যায়ে কুমিরটির লেজ হাতিটি তার শুঁড় দিয়ে পেঁচিয়ে কুমিরটিকে পানিতে ছুড়ে ফেলে দেয়।

মা হাতিটির দাঁত না থাকলেও নিজের ওজন এবং কৌশলের কারণে কুমিরকে লড়াইয়ে হারিয়েছে।

দেখুন সেই ভিডিওসাতদিনের সেরা