kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

মঙ্গল গ্রহে দীর্ঘ সময় ধরে ভূমিকম্প!

অনলাইন ডেস্ক   

২৫ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৫৫ | পড়া যাবে ১ মিনিটেমঙ্গল গ্রহে দীর্ঘ সময় ধরে ভূমিকম্প!

গত শনিবারের ঘটনা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) ইনসাইট ল্যান্ডার রোবট মঙ্গল গ্রহের খালি ধূলো সমভূমিতে নীরবে অবস্থান করছিল। হুট করেই তা কাঁপতে শুরু করে।

জানা গেছে, প্রায় দেড় ঘণ্টা ধরে তা কেঁপেছে। ওই রোবট কম্পনের তথ্য পাঠিয়েছে পৃথিবীতে। নাসার বিজ্ঞানীরাও বুঝতে পেরেছেন, এতদিন তারা যে ঘটনার জন্য অপেক্ষা করছিলেন- তা ঘটেছে। আর সেটা বড় ধরনের ভূমিকম্প।

ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২।  এর আগে ২০১৮ সালের নভেম্বর মাসে মঙ্গল গ্রহে ইনসাইট ল্যান্ডারকে পাঠানোর পর থেকেই এমন একটি ভূমিকম্প পর্যালোচনার অপেক্ষায় ছিলেন নাসার বিজ্ঞানীরা।

কিছুদিন আগে আরো দুটি বড় ভূমিকম্প হয়েছে। গত ২৫ আগস্ট রোবটটি দুটি ভূমিকম্পের সঙ্কেত পাঠিয়েছিল। তার মধ্যে একটি ছিল ৪ দশমিক ২ মাত্রার এবং অন্যটি ৪ দশমিক ১ মাত্রার।
সূত্র: বিজনেস ইনসাইডারসাতদিনের সেরা