kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

মধ্যরাতে কবরস্থানে গিয়ে কাঁদলেন শামীম ওসমান

অনলাইন ডেস্ক   

১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৭ | পড়া যাবে ১ মিনিটেমধ্যরাতে কবরস্থানে গিয়ে কাঁদলেন শামীম ওসমান

মধ্যরাতে কবরস্থানে গিয়ে অঝোরে কাঁদলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় শহরের মাসদাইর এলাকার কবরস্থানে জিয়ারত করার সময় অঝোরে কাঁদেন তিনি। এ কবরস্থানে তার পূর্বপুরুষদের কবর রয়েছে।

শামীম ওসমান কবর জিয়ারতে এসেছেন- কিছু গণমাধ্যমকর্মী এমন খবর পেয়ে গোরস্তানে এসে ছবি তোলার চষ্টা করলে হাতের ইশারায় তাদের নিষেধ করেন তিনি। জিয়ারত শেষে বলেন, ‘আমি এখানে দোয়া করতে এসেছি। প্রচার নয়, দোয়া চাই। এটাই আমাদের শেষ ঠিকানা। সবাইকে একদিন এই ঠিকানায় যেতে হবে।’

শহরের মাসদাইর এলাকার এই কবরস্থানে শামীম ওসমানের বাবা আবুল খায়ের মোহাম্মদ সামসুদ্দোহা, মা নাগিনা জোহা ও বড় ভাই এ কে এম নাসিম ওসমান, দাদা খান সাহেব এম ওসমান আলী ও দাদি জামিলা ওসমানসহ আরো অনেকের কবর রয়েছে।সাতদিনের সেরা