kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

২৮ হাজার বছর আগের সিংহের দেহ, মনে হচ্ছিল ঘুমাচ্ছে

অনলাইন ডেস্ক   

৮ আগস্ট, ২০২১ ০৯:২৬ | পড়া যাবে ১ মিনিটে২৮ হাজার বছর আগের সিংহের দেহ, মনে হচ্ছিল ঘুমাচ্ছে

সাইবেরিয়ায় হাজার বছর আগের সিংহ শাবকের মরদেহ পাওয়া গেছে। জানা গেছে, পূর্ব সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলের গুহায় শাবকটি ২৮ হাজার বছর আগে মারা যায়। 

সুইডেনের সেন্টার ফর প্যালিওজেনেটিক্সের গবেষকেরা বলছেন, রাশিয়ার ফারইস্ট অঞ্চলে নদীর পাড়ে দুটি সিংহ শাবকের মরদেহের সন্ধান পান বিলুপ্ত প্রাণী ম্যামথের দেহাবশেষ খোঁজা ব্যক্তিরা। 

জানা গেছে, সিংহের শাবক বরফে ঢাকা অবস্থায় ছিল। শাবকের নাম স্পার্টা দেওয়া হয়েছে। তার পশম কিছুটা নষ্ট হলেও দাঁত এবং চামড়া অক্ষত রয়েছে। অক্ষত অবস্থায় মরা সিংহ শাবক পেয়ে গবেষণাগারে নিয়ে যাওয়া হয়েছে। 

আরো জানা গেছে, সেই গুহায় আরেকটি সিংহ শরীরের চিহ্ন পাওয়া গেছে। এর নাম পরবর্তীতে দেওয়া হয়েছে বরিস।

গবেষণায় জানা যায়, দুই শাবকের বয়সের পার্থক্য ১৫ হাজার বছর। বরিস ৪৩ হাজার ৪৪৮ বছর আগে জন্ম নিয়েছিল। এই দুই শাবক নিয়ে আরও বিস্তর গবষেণা চলার কথা জানিয়েছেন বিজ্ঞানিরা।
সূত্র: সিএনএন।সাতদিনের সেরা